চট্টগ্রাম,২৫ অক্টোবর, ২০২৫:
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন আয়োজিত আমলাতন্ত্রের পেশাদারিত্ব চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক সেমিনার আজ বেলা ১১টায় নগরের আগ্রাবাদের ওয়াল্ড ট্রেড সেন্টারের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই- আজম, বীর প্রতীক।
তিনি বলেন, সামনে আমাদের যে নির্বাচন সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সম্মিলিতভাবে উৎসবমুখর পরিবেশে জনগণের সম্পৃক্ততায় এ নির্বাচন করতে চাই। এ নির্বাচন আমাদের দৃঢ় অবস্থান দিবে যাতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখা যায়। আগের মত আমরা মনে করি না আপনারা রাজনীতিবিদদের দ্বারা নির্দেশিত হবেন। জনবিরোধী কোন কর্মকাণ্ডে যুক্ত হবার জন্য তেমন প্রেক্ষাপট আর আসবে না। কারণ মানুষ এখন নিঃসঙ্কোচে কথা বলতে শুরু করেছে।
তিনি বলেন, সরকারের একজন পেশাদার কর্মকর্তা কখনো রাজনৈতিক পক্ষপাতিত্বে নিজকে সম্পৃক্ত করতে পারে না। রাজনীতিক সরকার পরিবর্তন হতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রশাসনকে দল নিরপেক্ষ, নীতিনিষ্ঠা ও প্রজাতান্ত্রিক মূল্যবোধে দৃঢ় থাকতে হবে।
তিনি এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যেককে যার যায অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এতে মুখ্য বিশ্লেষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন – বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, মহাসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. আমীর মুহাম্মদ নসরুল্লাহ, স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মিজানুর রহমান।








