চট্টগ্রাম, ১৩ ফেব্রুয়ারি, ২০২২:
করোনা মহামারি মধ্যে দ্বিতীয়বার ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে আজ। সারাদেশে এবার পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন। এরপর সংবাদ সম্মেলন করে সকল বোর্ডের বিস্তারিত ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। যেখানে ঢাকা বোর্ডে ৯৬.২০, রাজশাহী ৯৭.২৯, কুমিল্লা ৯৭.৪৯, যশোর ৯৮.১১, চট্টগ্রাম ৯৮.৩৯, বরিশাল ৯৫.৭৬, সিলেট ৯৪.৮০, দিনাজপুর ৯২.৪৩, ময়মনসিংহে ৯৫.৭১ শতাংশ পাস করেছে। এছাড়া মাদ্রাসা বোর্ডে ৯৫.৪৯ ও কারিগরি বোর্ডে ৯২.৮৫ শতাংশ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
এবার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেয়া হলেও গতবার ছিল অটোপাস ব্যবস্থা। তবে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষায় অটোপাসের চেয়ে ফলাফল ভালো করে পরীক্ষার্থীরা। এবার এগারটি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী ছিলেন। যেখানে প্রতিষ্ঠানের সংখ্য ছিল ৯ হাজার ১১১টি।
এবারে এইচএসসিতে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন জিপিএ ৫ পেয়েছে। গত বারের চেয়ে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২৭ হাজার ৩৬২ জন।
Discussion about this post