চট্টগ্রাম, ১২ জুন, ২০২২:
চট্টগ্রাম নগরের হালিশহরে রিক্রিয়েশন সেন্টার এন্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে ক্যাসিনো ও জুয়ার আসর চালানোর অভিযোগে র্যাব-৭ বিপুল পরিমাণ ক্যাসিনো ও জুয়ার সামগ্রীসহ ৫৩ জুয়াড়িকে আটক করেছে।
গত ১১ জুন র্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন পোর্ট কানেকটিং হালিশহর মার্ট এর উত্তর পাশে নবাব টাওয়ারের ৩ তলায় রিক্রিয়েশন সেন্টার এন্ড কো-অপারেটিভ সোসাইটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযানে জুয়া খেলারত অবস্থায় ৫৩ জনকে আটক করে। এছাড়া সেখান থেকে তাস ১৫৫ সেট, জুয়া খেলার চিপ ৪৩০টি (বিভিন্ন রংয়ের) এবং নগদ ৩,৬৯,৯৯০/- টাকা উদ্ধার করে।
র্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, রিক্রিয়েশন সেন্টার এন্ড কো-অপারেটিভ সোসাইটির আড়ালে দীর্ঘদিন ধরে এই ক্যাসিনো ও জুয়া পরিচালনা হয়ে আসছিল। তারা বেট করতে প্লাস্টিকের চিপ ব্যবহার করত। তাদের ম্যানেজারের কাছ থেকে অর্থপ্রদান বা ঋণের মাধ্যমে সেই চিপ কিনতে হত। এই চিপের দাম ৫০০০ টাকা থেকে পরিবর্তিত হয়ে সর্বোচ্চ মূল্য ৫ লাখ টাকা পর্যন্ত হত। এলাকার যুবসমাজ এই অবৈধ অর্থের প্রলোভনে পড়ে এই ক্যাসিনো ও জুয়া খেলায় জড়িয়ে সর্বস্বান্ত হয়ে পড়ছিল।
উদ্ধারকৃত সামগ্রী সহ আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব। বিজ্ঞপ্তি
Discussion about this post