চট্টগ্রাম, ১৯ জুন, ২০২২:
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস প্রফেসর ও পদ্মা সেতু এক্সপার্টস প্যানেলের সদস্য আইনুন নিশাত বলেছেন, পদ্মা সেতুর মূল কাজ শুরু হওয়ার পর বিশ্ব ব্যাংক পুনরায় অর্থ সহায়তা দিতে হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজী হননি। বিশ্ব ব্যাংককে ফিরিয়ে দেয়ার সিদ্ধান্তটি অর্থনৈতিক ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।
আজ রবিবার, ১৯ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ আয়োজিত কবি জীবনানন্দ দাশ মিলনায়তনে ‘পদ্মা সেতু ও এর আর্থ-সামাজিক তাৎপর্য’ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কারও সাহায্য ছাড়া আমরা নিজেরাও পারি, পদ্মা সেতু তার উজ্জ্বল দৃষ্টান্ত মন্তব্য করে তিনি আরো বলেন, বিশ্ব ব্যাংক পিছিয়ে গেছে রাজনৈতিক কারণে। অন্য কোন ত্রুটি ছিলনা। পদ্মা সেতু ছিল রাজনৈতিক প্রতিশ্রুতি। এই সেতু নির্মাণের পেছনে জনসমর্থন ছিল।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রের অধ্যাপক ড. সঞ্জয় কে ভরদ্বাজ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের
উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে এই সেমিনারে প্রফেসর আইনুন নিশাত আরো বলেন, পদ্মা সেতুর কর্মযজ্ঞে ব্যবহৃত হয়েছে সর্বাধুনিক প্রযুক্তি।পরিবেশগত মান বিবেচানায় রেখে সেতুর যাবতীয় কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
মূল প্রবন্ধে বলা হয়, সামাজিকভাবে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যে দূরত্ব ও বৈষম্য বিরাজ করছিল পদ্মা সেতুতে তা নিরসন হবে। সূত্র: দৈনিক সমকাল, ছবি: সংগৃহীত।
Discussion about this post