চট্টগ্রাম, ১৯ জুন, ২০২২:
কক্সবাজারের কুতুবদিয়া ও পেকুয়া, চট্টগ্রামের বাঁশখালীতে বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১ জন।
নিহতদের মধ্যে কুতুবদিয়ার উত্তর ধুরুং চুল্লার পাড়ায় জাকের উল্লাহর ছেলে ইমতিয়াজ (২৫) ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের ধুরুংকাঁচা গ্রামের ছাবের আহমদের ছেলে করিম (৩৫)। গতকাল রবিবার দুপুর ১২ টায় তারা সমুদ্রে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সমুদ্র তীরো মারা যান।
অপর ঘটনায় খালে মাছ ধরতে গিয়ে আলী আহমদ (৫০) নামের কক্সবাজারের পেকুয়ার এক জেলে গতকাল দুপুর ১২টায় বজ্রপাতে মারা যান। তিনি মাছের পোনা শিকার করতে খালে যান বলে স্থানীয় ইউপি সদস্য মাহদুল করিম জানান।
এদিকে গতকাল সকালে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে চট্টগ্রামের বাঁশখালীর গ-ামারায় বজ্রপাতে মো. দিদার নামে এক জেলের মৃত্যু হয়েছে। গ-ামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর পুত্র মো. দিদার।
Discussion about this post