চট্টগ্রাম, ২২ জুন, ২০২২:
যেমন ব্যবসায়ে সফল, তেমনি উচ্চ শিক্ষিতও তারা। তবু ব্যবসায়ের নতুন ধারণা ও একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার জন্য আবারও ‘এডভান্স বিজনেস ম্যানেজমেন্ট’ স্নাতক সম্পন্ন করলেন চট্টগ্রামের ৩৯ নারী উদ্যোক্তা। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে “এডভান্স বিজনেস ম্যানেজমেন্ট” কোর্স গ্র্যাজুয়েট সম্পন্ন করে সনদ গ্রহণ করলেন তারা। যাদের অনেকেই- চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্যও।
এ ব্যাপারে এনএসইউ’র ভিসি প্রফেসর আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশের নারী উদ্যোক্তারা যেভাবে এগিয়ে আসছে, অদুর ভবিষ্যতে দেশের অর্থনীতিতে তারা বিশেষ ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে চট্টগ্রামের নারী উদ্যোক্তাদের আগ্রহ এবং একাগ্রতা দেখে আমি অভিভূত।
গত ২০ জুন দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে তারা আনুষ্ঠানিকভাবে এডভান্স বিজনেস ম্যানেজমেন্টের সনদ গ্রহণ করেন। এনএসউ’র ক্যাম্পাসে আড়ম্বরপূর্ণ এই সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সনদ গ্রহণকারীদের মধ্যে ছিলেন- চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রোকসানা আক্তার চৌধুরী রুহি, ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, আয়েশা ফারহা চৌধুরী, নিশাত ইমরান, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট ও পরিচালক জেসমিন আক্তার, পরিচালক রেবেকা নাসরিন, নুর আক্তার জাহান, শামীম মোর্শেদ, বেবী হাসান, মোস্তারী মোর্শেদ স্মৃতি, নূজহাত নূয়েরী কৃষ্টি, ফাতেমা ইসলাম লিজা, ফেরদৌসী বেগম, প্রাক্তন পরিচালক লুৎফা সানজিদা, রোজিনা আক্তার লিপি, শামিলা রিমা, নাজমা আক্তার, সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী, আফরোজা নাজিম মায়া, ইয়াসমিন আক্তার, আনোয়ারা শাহরিয়ার রিনু, রেহনুমা মরিয়ম তুলি, শিরিন আক্তার শিল্পী, তাজনুবা আহমদ, শারমিন আক্তার, রিনা আক্তার, শাহানা আলম মুন, নাহিদ পারভীন রানী, রোকেয়া রহমান রিপু, নুর-এ-জান্নাত নিপা, সুমাইয়া পারভীন, মোছাম্মৎ সায়মা সুলতানা চট্টগ্রামের অনেক নাম করা নারী উদ্যোক্তা।
নারীদের এই সফলতা ও সাহসী অগ্রযাত্রায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী বলেন, ডঊঈড়হহবপঃ ওহঃবৎহধঃরড়হধষ, ডড়ৎষফ ইধহশ, ডব-ঋর ও ঘঝট এর সমন্বয়ে আয়োজিত এডভান্স বিজনেস ম্যানেজমেন্ট কোর্সটি আমাদের নারী উদ্যোক্তাদের জন্য অত্যন্ত সময়োপযোগী ছিল। সেজন্য আমি এই কোর্সের আয়োজনে সংশ্লিষ্ট সকলকে চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
তিনি বলেন, ঢাকাকেন্দ্রিক অনুষ্ঠান আয়োজনের মন-মানসিকতা থেকে বেরিয়ে এসে আঞ্চলিকভাবে নারী উদ্যোক্তাদের উন্নয়নে এই ধরনের ট্রেনিং আয়োজনকে আমি সাধুবাদ জানাচ্ছি।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এনএসইউ’র স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিকস্ এর ডিন্ প্রফেসর ডা. আবদুল হান্নান চৌধুরী বলেন, নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে এগিয়ে এলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।
সনদ বিতরণ অনুষ্ঠানে যারা বক্তব্য রেখেছেন তাদের প্রত্যেকে নারীদের এই ব্যবসায়িক চিন্তা ভাবনা ও পড়ালেখার সঙ্গে বাস্তব জ্ঞানের সমন্বয় প্রচেষ্টার জন্য অভিনন্দন জানান। এতে তাদের আরও ব্যবসায়িক অগ্রগতি ও উন্নতি হবে। অনুষ্ঠানে এনএসইউ এর অফিস অব গ্র্যাজুয়েট স্ট্যাডিজ এর পরিচালক প্রফেসর শরিফ নুরুল আহকাম সদন গ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, নারীরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলে নারীর ক্ষমতায়ন ত্বরান্বিত হবে এবং দেশ ও জাতি এগিয়ে যাবে।
ডঊঈড়হহবপঃ এর কান্ট্রি লিড তানভীর আহমেদ বলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নারী উদ্যোক্তারা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক বেশি কর্মঠ ও দায়িত্বশীল। ভবিষ্যতে আমরা চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোক্তাদের জন্য এ ধরনের অনুষ্ঠান আয়োজনে সচেষ্ট থাকবো।
প্রশিক্ষণে নানা অভিজ্ঞতা তুলে ধরে প্রশিক্ষক ও আয়োজনকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট শারিতা মিল্লাত, বিউটি সার্ভিস ওনার্স এসোসিয়েশান অব বাংলাদেশের প্রেসিডেন্ট ও চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য কানিজ আলমাস খান, সিরাজগঞ্জ উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস-প্রেসিডেন্ট ও প্রাক্তন এমপি সেলিনা বেগম স্বপ্না, সেক্রেটারি বেগম ফরিদা রিয়াজ, ঢাকা শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দা মাহবুবা করিম মিনি, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কনসালটেন্ট আলী সাবেত ও উপদেষ্টা নোমান ফাতেমী। সূত্র: সিডব্লিউসিসিআই’র প্রেস বিজ্ঞপ্তি।
Discussion about this post