চট্টগ্রাম,২২ জুলাই, ২০২২:
চট্টগ্রামে রেলের টিকিট কালোবাজারে বিক্রির সময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে মোঃ হাসান আলী (৩২) নামের একজনকে ১৯ টি টিকিট সহ হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। হাসান ময়মনসিংহের গৌরিপুরের টাঙ্গাটিপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের পুত্র।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব-৭ চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সাধারণ শ্রেণীর বিশ্রামাগারের সামনে থেকে কালোবাজারে রেলের টিকিট বিক্রি করার সময় হাসান আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃত কালোবাজারি ১জন যাত্রীর নিকট উচ্চমূল্যে টিকেট বিক্রি করছিল। পরবর্তীতে ধৃত আসামিকে তল্লাশি করে তার নিকট হতে চট্টগ্রাম হতে ঢাকাগামী বিভিন্ন ট্রেনের মোট ১৯টি টিকেট এবং টিকেট বিক্রয়ের মোট ৪,৫৫০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি জিজ্ঞাসাবাদে রেল স্টেশনে উচ্চমূল্যে বিক্রির কথা স্বীকার করে।
তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব। বিজ্ঞপ্তি