চট্টগ্রাম,২২ জুলাই, ২০২২:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সহায়তায় মমতার পরিচালনাধীন আরবান প্রাইমারি হেল্থ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের উদ্যোগে ওয়ার্ড প্রাইমারি হেলথ কেয়ার কো-অর্ডিনেশন কমিটির সমন্বয় সভা শুক্রবার, ২২ জুলাই ২৬নং উত্তর হালিশহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াস। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি।
বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার সহ উক্ত প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সমন্বয় সভায় বক্তারা প্রকল্পের কর্ম এলাকায় প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানসহ সমন্বিত মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদানের বিষয়ে সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনা করেন। এসময় তিনি মমতার আরবান প্রকল্পের আওতায় ওয়ার্ডের কর্মএলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তিতে সহজীকরণে চলমান কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও প্রকল্পের কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়ে পরামর্শ ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তির বিষয়ের প্রতি গুরুত্বারোপ করেন। এসময় প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মীবৃন্দ সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কাউন্সিলর মো. ইলিয়াস বলেন, বর্তমান সরকারের একটি অন্যতম অগ্রাধিকারের বিষয় হচ্ছে মাতৃস্বাস্থ্য উন্নয়ন ও মাতৃমৃত্যু হ্রাস, প্রাতিষ্ঠানিক স্বাস্থ্য সেবার মাধ্যমে এ মাতৃমৃত্যু কমিয়ে আনা সম্ভব। বিজ্ঞপ্তি।
Discussion about this post