চট্টগ্রাম, ১৫ সেপ্টেম্বর, ২০২২:
করোনার প্রাদুর্ভাব ও সিলেটে বন্যা হওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছিল এসএসসি পরীক্ষা। অনেক অপেক্ষার পর আজ থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ১ হাজার ৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী ২১৩টি কেন্দ্রে আজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এরমধ্যে চট্টগ্রাম নগর ও জেলার ১ লাখ ৫ হাজার ৯২০ জন শিক্ষার্থী ১২৫টি কেন্দ্রে, পরীক্ষায় অংশ নিয়েছে।
বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মাত্র দুই ঘণ্টা এবারের এসএসসি পরীক্ষার নির্ধারিত সময়।
এমসিকিউ ২০ মিনিট এবং সিকিউ ১ ঘণ্টা ৪০ মিনিট।
এবছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হচ্ছে না বলে বোর্ড সূত্রে জানা গেছে।
অন্যদিকে দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারছে। এ ধরনের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি পরীক্ষার্থীদের অতিরিক্ত ২০ মিনিটসহ শিক্ষক বা অভিভাবক বা সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা হয়েছে বলে বোর্ড সূত্র জানায়।টি স্পেশাল ভিজিল্যান্স টিম পরীক্ষাকেন্দ্রগুলো পরিদর্শনের দায়িত্বে রয়েছে। পরীক্ষা চলাকালীন আজ চট্টগ্রাম জেলা প্রশাসনের টিম ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের টিম, চট্টগ্রামের একটি টিম ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যায়। তারা সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার সংবাদ মাধ্যমকে বলেন, আটটা স্পেশাল টিমের পাশাপাশি সাতটা সাধারণ টিমও পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করছে। তাদের সকলের খবর হচ্ছে সবকিছু সন্তোষজনক। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে।
তবে এ বছর কিছু পরীক্ষার্থী হ্রাস পাওয়ার ব্যাপারে বিভিন্ন কারণ উল্লেখ করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। তিনি বলেন, করোনাকালে এক রকম পরীক্ষা হয়েছিল। এখন ২ ঘণ্টার পরীক্ষা হচ্ছে। এতে অনেক সেভাবে হয়ত প্রস্তুতি নিতে পারেনি।এবার ১১ হাজার ১২২ জনপরীক্ষার্থী কমেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়।
Discussion about this post