চট্টগ্রাম, ১১ অক্টোবর, ২০২২:
সাতকানিয়ায় পিতার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং ওই মামলাগুলোর প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নুছরাত জাহান হরিমা নামে ভুক্তভোগী হতভাগা এক কন্যা। ১১ অক্টোবর, (মঙ্গলবার) বিকালে উপজেলার কেরানীহাটের একটি রেস্টুরেন্ট এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন নুছরাত। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার পুরানগড় ইউনিয়নের ৬নং ওয়ার্ড ধলিয়ারগোট্টা এলাকার অভিযুক্ত পিতা নুরুল ইসলাম খোকনের স্ত্রী ও মেয়ের স্বামী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুছরাত জাহান হরিমা বলেন, ১৯৯৮সালে প্রথম বিয়ের কথা গোপন করে ১লাখ টাকা দেনমোহরে আমার মা’কে বিয়ে করেন বাবা। আমার মা বিয়ের পর গর্ভবতী হওয়ার পর থেকে বাবা মা’কে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে ঘর থেকে বের করে দেন। এর মধ্যে মা হয়ে পড়েন গৃহহীনা-অসহায়। এর মধ্যে আমার জন্ম হলে মা পরের ঘরে ঝি’য়ের কাজ করে ভরণ-পোষনসহ এইচএসসি পাশ করান আমাকে। এভাবে বছরের পর বছর পিতৃ¯েœহ থেকে বঞ্চিত হয়ে প্রাপ্ত বয়স্ক হলে আমাকে বিয়ে দেওয়ার কথা বললে তিনি (বাবা) কোন সহযোগিতা না করার পাশাপাশি বিয়ে বাবদ মায়ের সংগৃহিত টাকাগুলো বাবাকে দেয়ার জন্য প্রতিনিয়ত চাপ প্রয়োগ করতে থাকে। এতে মা অপরাগতা প্রকাশ করলে বাবা মায়ের উপর ক্ষিপ্ত হয়ে নানা প্রতিশোধ নেওয়ার হুমকি-ধমকি দিতে থাকে। এর মধ্যে আমার বিয়ে হয়ে যায়।
লিখিত বক্তব্যে নুছরাত হরিমা আরো বলেন, আমার বিয়ের অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে বুঝিয়ে বিয়েতে বাবাকে উপস্থিত করালে বিয়ের কাবিন নামায় পিতা হিসেবে স্বাক্ষরও করেন তিনি। তবে বিয়ের জন্য রাখা টাকা বাবার হাতে তুলে না দেয়ায় বিয়ের ৩ মাস পর লোহাগাড়া আদালতে আমার স্বামী, ভাসুর ও আমার ৩ মামাসহ ৪/৫জনকে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ মিথ্যা মামলায় ইতিমধ্যে আমার স্বামী রাজু আহম্মদ ও ভাসুর ফারুক আহম্মদকে ১৭দিন হাজত বাস করতে হয়। জামিনে এসে আমার স্বামী ও ভাসুরকে কেন মিথ্যা মামলায় জড়ানো হলো এমন প্রশ্নে বাবা ৫লাখ টাকা দিলে মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেন। বাবার দাবীকৃত টাকাগুলো দিতে অপারগতা প্রকাশ করলে বাবা আমার স্বামীকে আরো ২টি মিথ্যা মামলায় জড়িয়ে দেন এবং হুঁশিয়ার করে বলেন, মিথ্যা মামলা দিয়ে আমার সংসার তছনছ করে দিবে। বর্তমানে বাবার অত্যাচারে আমার মা ও স্বামীসহ আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এজন্য মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক বাবার অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান নুছরাত জাহান হরিমা।
Discussion about this post