চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২২:
লাফিয়ে লাফিয়ে বাড়ছে চিনির দাম। বাজাওে চিনির সঙ্কটের কথাও শুনা যাচ্ছে। আর এ নিয়ে ব্যবসায়ীদেও রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য।
আমদানিকারক ও পরিশোধনকারী ব্যবসায়ীরা কেউ কেউ বলছেন,
বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে আগের চেয়ে ৪৫-৫০ শতাংশ পরিশোধন কমে গেছে। এতে বাজারে তৈরি হয়েছে সংকট।
তবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেট করে বাজারে চিনির সংকট তৈরি করা হয়েছে।
নাবিল গ্রুপের চট্টগ্রামের তত্ত্বাবধায়ক মো. বাদশা বলেন, এলসি বন্ধ ও উৎপাদনও কমে গেছে, এর কারণে বাজারে পর্যাপ্ত চিনির সংকট তৈরি হয়েছে। আর আমাদের কোন মিল নেই। বিভিন্ন কোম্পনির মিল থেকে যতটুকু পাচ্ছি তাই বাজারে সরবরাহ করছি।
তিনি বলেন, আমাদের কোন গোডাউন নেই। তাই স্টক করার কোন সুযোগও নেই। তারা বাজার স্থিতিশীল রাখতে চেষ্টা করছেন।
এদিকে ট্যারিফ কমিশন ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) তথ্য বলছে, চাহিদার চেয়ে আমদানি বেশি হয়েছে চিনির। জানা গেছে, দেশে বর্তমানে চিনির বার্ষিক চাহিদা ১৯ লাখ টন, যা প্রতিমাসে প্রায় ১ লাখ ৫৮ হাজার মেট্রিক টন।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যমতে, চলতি অর্থ বছরের (২০২২-২০২৩) প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ৭ লাখ ৮৬ হাজার টন চিনি আমদানি করেছে বেসরকারি মিলগুলো। এই হিসেবে, প্রতিমাসে গড়ে চিনি আমদানি হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৫০০ টন, যা দেশের প্রতিমাসের গড় চাহিদার তুলনায় বেশি।
চিনির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানায়, বাজারে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই। তাই একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, সংকটের কারণে চিনির দাম বেড়েছে এমন কথা বলা হচ্ছে। এ তথ্য সঠিক নয়। ২০২১ সালে দেশে ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। চলতি ২০২২ সালে ৯ মাসে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে।
টিসিবির তথ্যে দেখা গেছে, চিনির দাম কেজিপ্রতি ২২ শতাংশ বেড়ে ১১০ থেকে ১১৫ টাকা হয়েছে, যা এক মাস আগেও ছিল ৯০ থেকে ৯৫ টাকা। গত বছরের তুলনায় এখন চিনির দাম ৪৫ শতাংশ বেড়েছে।
সর্বশেষ গত ৬ অক্টোবর ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে কেজিপ্রতি ৬ টাকা বাড়িয়ে খোলা চিনির কেজি ৯০ এবং প্যাকেটজাত চিনির কেজি ৯৫ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু দাম নির্ধারণ করে দেওয়ার পর থেকেই বাজারে চিনির সরবরাহ কমে যায় বলে ক্রেতারা বলছেন। এতে সংকট তৈরি হওয়ায় সরকার নির্ধারিত দামে মিলছে না চিনি। যে যার মত করে চিনি বিক্রি করছে। আবার অনেকেই চিনি বিক্রি বন্ধ করে দিয়েছেন।
গতকাল শনিবার খাতুনগঞ্জে সর্বশেষ মণ প্রতি চিনি (ডিও) বিক্রি হয়েছে ৩৯০০ টাকায়। গত এক সপ্তাহ আগে একই চিনি বিক্রি হয়েছে ৩৮০০ টাকায়। আর খুচরা বাজারে চিনি বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকার মধ্যে। ছবি: সংগ্রহ