চট্টগ্রাম, ১৮ নভেম্বর, ২০২২:
আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণের উদ্যোগে আয়োজন করা হবে মহা সমাবেশ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত ১২ অক্টোবর চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশের পর থেকে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় তারা বিএনপির পাল্টা একটি সমাবেশ করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বিপুল লোকসমাগম ঘটিয়ে সেখানে দলের শক্তি আর জনসমর্থনের প্রমাণ দেখাতে চায় ক্ষমতাসীনরা।
শেখ হাসিনার জনসভা সামনে রেখে ৯ নভেম্বর বন্দরনগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেড় হাজার প্রতিনিধিকে নিয়ে যৌথ প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে
যে সমাবেশে ১০ লক্ষ লোক সমাগম করবেন বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণা করেন।
তবে এই সমাবেশকে বিএনপির পাল্টা সমাবেশ বলতে নারাজ আওয়ামী লীগ। এ ব্যাপারে আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আলম মাহমুদ স্বপন সংবাদ মাধ্যমকে বলেন, একটি জেলার এই জনসভা বিএনপির বিভাগীয় মহাসমাবেশের পাল্টা কর্মসূচি নয়।
ইতিমধ্যে সমাবেশ ঘিরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী ইতিমধ্যে তাদের তৎপরতা বাড়িয়ে দিয়েছেন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা চট্টগ্রাম মহানগর সহ জেলা ও মহানগরে একের পর এক প্রস্তুতি সভা করে যাচ্ছেন।
চট্টগ্রাম নগরী ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে জন সমাবেশকে ঘিরে শেখ হাসিনার আগমন উপলক্ষে। আওয়ামী লীগের সাথে নানা শো ডাউনে যুক্ত হয়েছে ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ।
ব্যানার, পেস্টুন ও পোস্টার ছাপিয়ে ঝুলিয়ে দিয়েছে নগরের বিভিন্ন মোড়ে মোগড় আর দেয়ালে দেয়ালে সাঁটানো হয়েছে পোস্টার। অওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগমনকে স্বাগত জানিয়ে চলছে এভাবে নানা প্রস্তুতি।
আওয়ামী লীগের মহা সমাবেশের জন্য চট্টগ্রাম নগর আওয়ামী লীগের চলমান ওয়ার্ড সম্মেলন স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ১ ডিসেম্বর এবং নগরের সম্মেলন ৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল। কিন্তু ৪ ডিসেম্বরের জনসভার কারণে এই দুই সম্মেলন কয়েকদিন পিছিয়ে যাচ্ছে।
চট্টগ্রামে সাড়ে চার বছর আগে এক সমাবেশের পর নগরীতে ফের কোনো দলীয় সভায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগ সভানেত্রী।
চট্টগ্রামে এর আগে ২০১৮ সালের ২১ মার্চ পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তারও আগে ২০১৬ সালে বন্দর নগরীতে জনসভা করেছিলেন তিনি।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, করোনার আগে সেটাই ছিল নেত্রীর চট্টগ্রামে করা সবশেষ জনসভা। এর আগেও বার আউলিয়ার পূণ্যভূমি ও বিপ্লব তীর্থ চট্টগ্রাম থেকেই নেত্রী বারবার নির্বাচনী রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন। এবারও চট্টগ্রামের পর তিনি কক্সবাজার এবং বিভিন্ন জেলায় জনসভা করবেন। আশা করি ৪ ডিসেম্বরের জনসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি নির্বাচন উপলক্ষে রাজনৈতিক নির্দেশনা দেবেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের পলোগ্রাউন্ডের সমাবেশকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম নির্বাচনি জন সমাবেশ বলে অভিহিত করেছেন। যে নির্বাচনের বাকি আছে আরও ১৩ মাস।