চট্টগ্রাম, ৩১ জানুয়ারি, ২০২৩:
ইউএস কোস্ট গার্ড আইএসপিএস দল Lt Cdr Brierly Ost rander, Lt Cdr Irving Cintron এবং চার্লস মার্সিরুইয়ো ৩০-৩১ জানুয়ারি,চট্টগ্রাম বন্দর ও সংশ্লিষ্ট পোর্ট ফ্যাসিলিটিজ এবং পোর্ট রিলেটেড এরিয়া পরিদর্শন করেন। প্রতিনিধি দল গত ৩০ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের আই এস পি এস কোড সংক্রান্ত সার্বিক নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন। একই দিন অপরাহ্নে প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট দুটি অফডক (ইনকনট্রেড লিঃ ও সামিট এ্লায়েন্স পোর্ট লিঃ) পরিদর্শন করে প্রতিষ্ঠানসমূহে আইএসপিএস কোড বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এছাড়াও ৩১ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের প্রশিক্ষণ ইনিস্টিটিউটে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা বিভাগের সদস্য এবং সকল পোর্ট ফ্যাসিলিটিজ ও পোর্ট রিলেটেড এরিয়ার পিএফএসও /সিকিউরিটি ম্যানেজারসহ সর্বমোট ৫০ জনের উপস্থিতিতে টেকনিক্যাল এসিটেন্স বিষয়ে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে আলোচিত বিষয়সমূহ চট্টগ্রাম বন্দর এবং সংশ্লিষ্ট পোর্ট ফ্যাসিলিটিজ এবং পোর্ট রিলেটেড এরিয়াসমূহে আইএসপিএস কোড বাস্তবায়নে নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রমকে ত্বরান্বিত করবে। প্রতিনিধিদল তাদের ইতিপূর্বে প্রদত্ত অবজারভেশনসমূহ যথাযথভাবে প্রতিপালিত হওয়ায় এবং অফডকসমূহের নিরাপত্তা কার্যক্রমে প্রভূত উন্নতি সাধিত হওয়ায় চবক ও অফডক সমূহকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রতিনিধিদল পরির্দশন শেষে চেয়ারম্যান, চবক রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহানের সাথে বন্দর ভবনে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নিরাপত্তা কার্যক্রমের উন্নতির ব্যাপারে চেয়ারম্যান, চবক এর ভূমিকা প্রশংসার দাবিদার উল্লেখ করেন। বিজ্ঞপ্তি
Discussion about this post