চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম:
ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবদীপ্ত ৭৫ বছর পূর্তি এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বার্ষিক অধিনায়ক সম্মেলন ও দশম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠান চট্টগ্রাম সেনানিবাসে আজ ১৫ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। আগামী কাল ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সেনানিবাসের অনুষ্ঠানস্থলে অবতরণ করবেন। তিনি রেজিমেন্টের প্যারেডে অভিবাদন গ্রহণ করবেন এবং ও পুনর্মিলনী অনুষ্ঠানে আগত সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে তিনি হেলিকপ্টারযোগেই ঢাকা ফিরে যাবেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী আজ সকালে চট্টগ্রাম সেনানিবাসে আসার কথা রয়েছে। প্রোগ্রামটা এক্সক্লুসিভলি ক্যান্টনমেন্টের। তাদের কাছেই প্রধানমন্ত্রীর সফরসূচির বিস্তারিত রয়েছে।
সর্বশেষ গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড ময়দানে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় ভাষণ দেয়ার আগে তিনি চট্টগ্রামের ৩৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে ওইদিন সকাল ৯টায় ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে জনসভায় অংশ নিতে বিএমএ থেকে হেলিকপ্টারে তিনি এম এ আজিজ স্টেডিয়ামে অবতরণ করেন। সেখান থেকে গাড়িযোগে পলোগ্রাউন্ডের জনসভায় যান। তারও আগে ২০১২ সালের ২৮ মার্চ একই ভেন্যুতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মহাসমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবেযোগ দিয়েছিলেন।
Discussion about this post