চট্টগ্রাম, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩:
বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার উদ্যোগে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য দুই দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালিত হয়। নগরীর সিইপিজেডস্থ জে জে মিল্স (বাংলাদেশ) লি. এর ফ্যাক্টরীতে গত ১৫-১৬ ই ফেব্রুয়ারিতে মমতার আয়োজনে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হাসপাতালের সহায়তায় চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। পোশাক শ্রমিকদের জন্য আয়োজিত এই চক্ষু ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন করেন মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ। পরিদর্শনকালে মমতা ও জে জে মিল্স (বাংলাদেশ) লি. এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চক্ষু ক্যাম্প পরিদর্শনপূর্বক মমতা ও উক্ত ফ্যাক্টরির কর্মকর্তাদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন জে জে মিল্স (বাংলাদেশ) লি. অপারেশন ম্যানেজার কিশান রেড্ডি, ম্যানেজার এইচআর-এডমিন উত্তম দাস গুপ্ত, এজিএম হারুন কান্তি চৌধুরী, মমতার সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় মমতার প্রধান নির্বাহী বলেন, সরকারের সহায়ক শক্তি হিসেবে মমতা মা ও শিশু স্বাস্থ্য সেবা, উদ্যোক্তা সৃষ্টি, নারী ও শিশু অধিকার রক্ষা সহ আর্থ-সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছে।
চক্ষু ক্যাম্পে মোট ৭৩৬ জনকে চক্ষু সেবা প্রদান ও ১৭৩ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি
Discussion about this post