চট্টগ্রাম,১০ মার্চ, ২০২৩:
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামের রোগীদের নির্ভরতার ঠিকানা। বিশেষ করে মা ও শিশুদের জন্য অন্য স্বাস্থ্যসেবা কেন্দ্র। যেটি ৩০ শয্যার হাসপাতাল থেকে ৮০০ শয্যার হাসপাতাল হিসাবে চারপাশে সুনাম ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের কিছু মহৎ মানুষ ছিলেন এই হাসপাতালের উদ্যোক্তা। যারা এখন জীবন সদস্য। তাদের নিয়ে মিলন মেলা হচ্ছে এই প্রথম, আগামী শনিবার (১১ মার্চ) বিকেল ৪টা থেকে। মিলনমেলা চলবে মধ্যরাত পর্যন্ত।
হাসপাতাল সূত্র জানায়, গত ৪৩ বছর ধরে লাইফ মেম্বারদের অনুদানে হাসপাতালটি পরিচালিত হলেও এর অর্জন, সাফল্য এবং ভবিষ্যত কর্মপরিকল্পনা নিয়ে কোনোদিন লাইফ মেম্বারদের সাথে বৈঠক বা আলোচনা হয়নি। এবারই প্রথম লাইফ মেম্বারদের সাথে বৈঠক করে হাসপাতালের অর্জন জানানোর পাশাপাশি ভবিষ্যতের পরিকল্পনা শেয়ার করার উদ্যোগ নেয়া হয়েছে। কারণ এমন অনেক মেম্বার আছেন যারা হাসপাতালের অনেক বিষয়ে অবগত নন।
যে কারণে হাসপাতালের মিলন মেলার মাধ্যমে লাইফ মেম্বারদের একত্রিত করা হচ্ছে।
এই হাসপাতালে রয়েছে আড়াই হাজার লাইফ মেম্বার।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের রয়েছে বিশাল অর্জন। চিকিৎসা সেবার বাইরে এটি এখন ১১৫ সিটের মেডিকেল কলেজ, ৫০ সিটের নার্সিং কলেজ ও ৫০ সিটের নার্সিং ইনস্টিটিউট। পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামও রাখা হয়েছে। এটিতে এখন ক্যান্সার হাসপাতাল করার বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে। ক্যান্সার হাসপাতালের জন্য কিছু ফান্ডও যোগাড় হয়েছে। মিলন মেলায় লাইফ মেম্বারদের মধ্যে কথা হবে ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন নিয়েও।
এই মিলন মেলার ৫ শত টাকা জন প্রতি হিসাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। সকলে জীবন সদস্যরা উপস্থিত হবেন কালকের মিলন মেলায়। এই মিলনমেলা ৮০ লাখ টাকার বাজেট। তবে হাসপাতালের টাকায় নয়। অনুষ্ঠানে র্যাফেল ড্র’র টিকিট বিক্রির টাকা যাবে ক্যান্সার হাসপাতালের জন্য।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ বলেন, জনগণের এই হাসপাতালটি মূলত লাইফ মেম্বারদের দ্বারাই পরিচালিত হয়। কিন্তু অনেক লাইফ মেম্বারই এই হাসপাতালের বিভিন্ন অর্জন সম্পর্কে জানেন না। সব বিষয় নিয়েই আলাপ হবে মিলনমেলায়।
Discussion about this post