চট্টগ্রাম, ২১ মার্চ, ২০২৩:
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের উপ-নির্বাচনে দুইদিনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ২৫জন দলীয় ফরম সংগ্রহ করেছে। এরমধ্যে গতকাল আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন ১২জন। আগামী ২২মার্চ পর্যন্ত ফরম সংগ্রহ করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, প্রথমদিনে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম, বোয়ালখালী আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, মোহরা আওয়ামী লীগের সদস্য আশেক রসুল খান, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য এস.এম কফিল উদ্দিন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত সাংসদ মাঈনুদ্দিন খান বাদলের সহধর্মীনি সেলিনা খান, নগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এটিএম আলী রিয়াজ খান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য মোহাম্মদ জাহেদুল হক, দক্ষিণ জেলা তাঁতী লীগ সহ-সভাপতি জহুর চৌধুরী, মোহরা আওয়ামী লীগের সদস্য সুকুমার চৌধুরী, ধর্ম বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মো. হায়দার আলী চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য মোহাম্মদ মনোয়ার হোসেন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ মনছুর আলম, দ্বিতীয় দিনে মহানগর আওয়ামী লীগের সদস্য ও প্রয়াত সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদের স্ত্রী শিরিন আহমেদ, এনায়েত বাজার ওয়ার্ডের সদস্য আহমেদ ফায়সাল চৌধুরী, নগর আওয়ামী লীগের সদস্য বিজয় কুমার চৌধুরী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মো. আবু তাহের, বায়েজিদ থানা আওয়ামী লীগের সদস্য কফিল উদ্দিন খান, কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য মুহাম্মদ মোস্তাফিজুর রহমান, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. এমরান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ রবি, দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এস.এম আবুল কালাম, নগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এ.এ. নুরুল ইসলাম মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় ফরম সংগ্রহ করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া জানান, চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। আগামী ২২মার্চ পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা দলীয় ফরম সংগ্রহ করতে পারবে। যারাই মনোনয়ন ফরম সংগ্রহ করবেন তাঁদের থেকে যে কে মনোনয়ন পেতে পারেন। সংসদীয় বোর্ডের প্রধান হিসেবে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রার্থী চূড়ান্ত করবেন।