সাতকানিয়ায় পবিত্র রমজান মাস উপলক্ষে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হয়েছে। আজ (রবিবার) বিকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের লতাপীর বাজার, ফুলতলা বাজার এবং এওচিয়া ইউনিয়নের এওচিয়ার টেক এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ৭টি মামলায় ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা গেছে।
ইউএনও ফাতেমা বলেন, বিভিন্ন দোকানে পণ্যের মূল্য তালিকা, পণ্যের মেয়াদ না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইন-২০০৯ অনুযায়ী মামলা ও জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইউএনও আরও বলেন, দোকানীদের রমজান মাসে নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে পুরো রমজান মাসে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে সহায়তা করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যরা।
Discussion about this post