চট্টগ্রাম, ১৩ জুন, ২০২৩:
১ বছর অপেক্ষায় থাকার পর যুবলীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি হলেন মাহবুবুল হক চৌধুরী সুমন ও সাধারণ সম্পাদক হলেন মো. দিদারুল আলম।
সম্মেলনের ১ বছর পর বাংলাদেশ যুবলীগ. চট্টগ্রাম মহানগরের ঘোষিত ৪০ সদস্যের আংশিক কমিটির নাম ঘোষণার পর তাদের অপেক্ষার পালা শেষ হয়েছে। আজ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এ কমিটি প্রকাশ করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সহ-সভাপতি ১১জন, যুগ্ম সম্পাদক চারজন, সাতজনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। তিন বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হলেও ইতোমধ্যে এক বছর মেয়াদ শেষ হয়েছে। গত বছরের সম্মেলনের দিন (২৯মে) থেকে কমিটির মেয়াদ শুরু হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে মো. নুরুল আনোয়ার, বেলায়েত হোসেন বেলাল, এড, আরশাদ আসাদ, আঞ্জুমান আরা, হেলাল উদ্দিন আহমেদ, দেবাশীষ পাল দেবু, সুরঞ্জিত বড়–য়া লাবু, আসহাব রসুল চৌধুরী জাহেদ, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, শাহাজাদা মো. সাখাওয়াত হোসেন সাকু, মো. নুরুল আলম মিয়াকে রাখা হয়েছে। সহ-সভাপতি পদে ৭ ও ১৪নং পদটি খালি রাখা হয়েছে। যুগ্ম সম্পাদক পদে কমিটিতে এসেছেন দিদারুল আলম দিদার, মো. সালাউদ্দিন, ইশতিয়াক আহমেদ চৌধুরী, সাইফুদ্দিন আহমেদ। ৩নং যুগ্ম সম্পাদক পদটি খালি রাখা হয়েছে। সাংগঠনিক সম্পাদক পদে সনত বড়–য়া, মো. দিদার উর রহমান, গিয়াস উদ্দিন তালুকদার, ইঞ্জি. আবু মো. মহিউদ্দিন, এজেএম মহিউদ্দিন রনি, সুমন চৌধুরী, মনোয়ার উল আলম চৌধুরীকে রাখা হয়েছে। এছাড়াও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সৈয়দ ওমর ফারুক, অর্থ সম্পাদক মান্না বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এড. আখতারুজ্জামান রুমেল, সমাজকল্যাণ সম্পাদক হাফেজ কেএম শাহিদুল কাওসার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ, তথ্য-যোগাযোগ সম্পাদক (আইটি) প্রফে. রেজাউল করিম, জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক নঈম উদ্দিন খান, ক্রীড়া সম্পাদক রাজীব হাসান রাজন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আলমগীর টিপু, উপ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. শরিফুল ইসলাম আদনান, উপ-ক্রীড়া সম্পাদক মো. শাহাজাহান আহমদ সামি, সহ-সম্পাদক মো. ফেরদৌস আহমেদ, মো. ইব্রাহিম খলিল নিপু, সদস্য আলী ইকরামুল হক, মো. ওয়াসিম, খন্দকার মোখতার আহমদ। বাকি পদগুলো খালি রাখা হয়েছে।
প্রস্তুতকৃত কমিটির শূন্যপদগুলো আগামী ৬০দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের পর পূরণ করে পেশ করতে বলা হয়েছে।
সভাপতি সুমন বিগত কমিটির চতুর্থ যুগ্ম আহবায়ক ও সাধারণ সম্পাদক দিদারুল আলম তৃতীয় যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছিলেন।
তবে সভাপতি অনেকের নাম আলোচনায় ছিল। তারা মাঠে বেশ কাজও করেছে। তারা তদবির-লবিংও চালান। তাদের মধ্যে রয়েছে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এমআর আজিম, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশাদুল আলম বাচ্চু, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল আজিম রণি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন ও যুব সংগঠক আসিফ মাহমুদ।
এছাড়া গ্রুপিং ফাঁদে পড়ে অনেকেই কমিটি আসতে পারেননি।
Discussion about this post