চট্টগ্রাম, ২৬ জুন, ২০২৩:
কম্পিউটার মেলা নয়, প্রযুক্তি মেলা নামেই বাংলাদেশ কম্পিউটার সমিতি চট্টগ্রামে আয়োজন করেছে ‘স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো-২০২৩’। ভ্যেনু-জিইসি কনভেনশন সেন্টার। তিনদিনের মেলার শেষ দিন আজ ১৬ জুন।
মূল্যস্ফীতির বাজার বলেই হয়ত তেমন বাহারি আয়োজন নেই টেক এক্সপোতে। তবে প্রায় আশিটি প্রতিষ্ঠান তাদের কম্পিউটার, ল্যাপটপ সহ প্রযুক্তি পণ্য নিয়ে এসেছে মেলায়। ১৪ জুন মেলার উদ্বোধন করা হয়।
বিএসসি, চট্টগ্রামের পরিচালক মঞ্জুর আহমেদ বলেন, চট্টগ্রামে স্মার্ট বাংলাদেশ টেক এক্সপো তিন দিনের আয়োজন। আজ ১৬ জুন, শুক্রবার রাতে সমাপ্ত হবে মেলা। তিনি বলেন, এ পর্যন্ত মেলায় আশানুরূপ বেচাবিক্রি হয়েছে। ক্রেতাদের পাশাপাশি প্রচুর ভিজিটরস এসেছে। আজকে একে তো সাপ্তাহিক বন্ধের দিন, মেলারও শেষ দিন তাই উপচে পড়া ভিড় হবে বলে আশা করছি। আর বিক্রির টার্গেট সেটা প্রতিষ্ঠান ভেদে ভিন্ন ভিন্ন ছিল। সকলের সহযোগিতায় মেলা সফল হয়েছে।
তিনি জানান, খুব সুন্দর মেলার আয়োজন হয়েছে। সেখানে কম্পিউটার সামগ্রী ছাড়াও অনলাইন প্রোভাইডর, সফটওয়্যার সহ সমজাতীয় পণ্য মেলায় এসেছে। এছাড়া চুয়েটের কম্পিউটার এক্সপার্টসরা বিভিন্ন উদ্যোক্তারা সেখানে গেছেন।
সি এন্ড সি ইন্টারন্যাশনালের সহকারী ম্যানজার স্বপন কুমার দাশ বলেন, আমাদের বেচাবিক্রি ভালো হয়েছে। । তিনি বলেন, বেশি আর কম বেচাবিক্রি আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে না। নির্ভর করে মানুষের প্রয়োজনীয়তার উপর। যাদের প্রয়োজন তারা মেলায় এসেছেন। কেনাকাটা করেছেন। আশানুরূপ বেচাবিক্রি হয়েছে।
প্রযুক্তি প্রতিষ্ঠান রায়ানস এর বিক্রয় প্রতিনিধি হাসানুজ্জামান বলেন, আমাদের বিক্রয় সন্তোষজনক। মেলায় শেষ পর্যন্ত আরও বিক্রি হবে বলে আশা করছি।
বিএসসির প্রযুক্তি এক্সপোতে মূলত ল্যাপটপই বেশি দেখা গেছে। ডেস্কটপ কম্পিউটার তেমন দেখা যায়নি মেলায়। এছাড়া সমজাতীয় পণ্য সিসিটিভি ক্যামেরা,
Discussion about this post