চট্টগ্রাম, ১৮ জুলাই, ২০২৩:
চট্টগ্রাম নগরীতে অস্থায়ী ডাস্টবিনের কারণে পরিবেশ দূষণ ও নাগরিক মানসিকতার পরিবর্তন ঘটাতে কাজ করছে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল নামে একটি সংগঠন। এজন্য তারা নগরের যেসব ওয়ার্ডে অস্থায়ী ডাস্টবিন আছে সেগুলো সরাতে সেসব ওয়ার্ডের জনসাধারণের কাছ থেকে স্বাক্ষর সংগ্রহ করে তা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের নিকট উপস্থাপন করছে। এই প্রক্রিয়ায় তারা এনায়েত বাজারের গোয়ালপাড়ায় একটি ডাস্টবিন সরাতে সক্ষম হয় কাউন্সিলরের মাধ্যমে। সংগঠনটি চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ জানান, মূলত গলির ভেতর চলাচলের রাস্তায় ময়লা আবর্জনা বাসা বাড়ি থেকে ফেলা হয় এবং কর্পোরেশন কর্তৃক নিয়োজিত সেবক নির্দিষ্ট সময়ে না আসায় চলাচলের রাস্তায় অসচেতন লোকজন ময়লা ফেলে চলে যায়। আর এসব আবর্জনা নালা নর্দমায় জলাবদ্ধতার সৃষ্টি করে। এসব সমস্যাসমূহ চিহ্নিত করে তারা কাউন্সিলেরবৃন্দের নিকট বিষয়টি উপস্থাপন করেন।
চট্টগ্রাম শহরে হেলদি ওয়ার্ড গঠনে পরিবেশ দূষণমুক্ত এবং জনগণকে সচেতন করার লক্ষ্যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম জেলার ফেলো চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি নেতৃবৃন্দের সমন্বয়ে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের ৪৯ নং ঘাটফরহাদবেগ গলি এবং ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের বি/৮ গোয়ালপাড়ায় অস্থায়ী ডাস্টবিন সরিয়ে ফেলার জন্য গত ৮ জুন কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী ও কাউন্সিলর সলিম উল্লা বাচ্চুর নিকট ৩০০ জন করে ২ জন ওয়ার্ড কাউন্সিলরের নিকট মোট ৬০০জন ভুক্তভোগী এলাকাবাসীর স্বাক্ষর ও পিটিশন জমা দেন।
যার ফলে ইতিমধ্যে ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর সলিম উল্লা বাচ্চু বি/৮ গোয়ালপাড়ায় থাকা অস্থায়ী ডাস্টবিন স্থানান্তর করেছেন বলে তারা জানান। এখন অস্থায়ী ডাস্টবিনের জায়গায় শোভা পাচ্ছে একটি দৃষ্টি নন্দন বাগান। একইসাথে ডাস্টবিনের পাশের বাসাগুলোতে ময়লার বিন প্রদান ও দায়িত্বরত সেবকদের বাসা বাড়ি থেকে ময়লা নেওয়ার জন্য দায়িত্ব অর্পণ করেন। একটি ডাস্টবিত সরানোয় সফলতা আসায় তিনি ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের নন্দন কানন ১নং গলির মুখের অস্থায়ী ডাস্টবিন সরানোর কাজ শুরু করেছেন। এই অস্থায়ী ডাস্টবিনে ময়লা না ফেলার জন্য জনগণকে প্রতিনিয়ত উৎসাহিত করে যাচ্ছেন। সেখানে ইতিমধ্যে টব সহ ফুলের গাছ লাগিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
কাউন্সিলরগণ সংগঠনটির এই জনসচেতনতামূলক কার্যক্রমকে সাধুবাদ জানালেও কোনো কোনো কাউন্সিলর বলেন, এভাবে ময়লা ফেলতে ফেলতে মানুষের অভ্যাস হয়ে গেছে। তাই তারা অস্থায়ী ডাস্টবিনের আশেপাশে বসবাসরত বাসিন্দাদের সচেতনতা সৃষ্টির জন্য নিজ উদ্যোগে লিফলেট বিতরণ, মাইকিং করা এবং যথাসময়ে ময়লার ভ্যান বাসা বাড়িতে যাওয়া এবং জনগণকে সঠিক সময়ে ময়লা জমা রাখার জন্য অনুরোধ জানাব।
কাউন্সিলররা বলেন, সময় এবং কাজে ফাঁকি দেওয়ার মনোবৃত্তিতে মানুষজন ময়লাসমূহ রাস্তা, নালা নর্দমায় ফেলে দিয়ে যায়, যার কারণে অল্প বৃষ্টিতে পানি উঠে যায়, যার ভুক্তভোগী এলাকাবাসীই এবং দিন শেষে সিটি কর্পোরেশন ও কাউন্সিলরদের দোষারোপ করা হয়। সুতরাং আপনি আমি সচেতন হলেই সকল সমস্যা দূর করা সম্ভব। তারা আগামী ১ মাসের মধ্যে এই সমস্যা লাঘব হবে আশ্বস্ত করেন।
গংবাদ সম্মেলনে বক্তব্র রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের স্কুল বিষয়ক উপ-সম্পাদক আবু জিহাদ সিদ্দিকী চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ, ছাত্রদলের নেতা মো. জিয়াউল হক সোহেল, জাতয়ি পার্টিও মহানগর সদস্য শায়লা শারমীন সাথী।
উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. সদরুল আমিন, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (ম্যাফ) চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন চৌধুরী, রিজিওনাল কোঅর্ডিনেটর মোহাম্মদ ওবায়দুর রহমান, ইলেকটোরাল প্রোগ্রাম অ্যাসোসিয়েট তামান্না আহমেদ বহ্নি, সিনিয়র অপারেশনস অ্যাসিসট্যান্ট আবুল হাসান চৌধুরী রনি।
ক্যাপশনে:
Discussion about this post