চট্টগ্রাম, ১০ আগস্ট, ২০২৩:
চট্টগ্রামে স্মরণাতীত কালের ভয়াবহ বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে পড়েছে গ্রাম শহর থেকে দূরের লোকালয়ের যোগাযোগ ব্যবস্থা। বিশেষ করে পার্ব ত্য চট্টগ্রামের দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থার চরম অবনতি হয়েছে। সামান্য পায়ে হাঁটা পথঘাট ভেঙ্গে গেছে। নদী-খাল পারাপারে নিজেদের তৈরি করা কাঠের ব্রিজ, সাঁকো ভেঙ্গে যাওয়ায় একমাত্র যোগাযোগ মাদ্যমটিও ভেঙ্গে পড়েছে। যে কারণে নানা বিপদ সঙ্কুল অবস্থায় চলাচল করতে হচ্ছে এলাকা বাসীকে। অন্যদিকে বিদ্যালয়ের ছোট ছোট কোমলমতি শিশুদের বিদ্যালয়ে যাতায়াতেও চরম ঝুঁকি সৃষ্টি হয়েরেছ।
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের পোয়াইতু পাড়ার খালের উপরে কাঠের নির্মিত ব্রিজটি টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ের ঢলের পানিতে তলিয়ে যাওয়ায় গ্রামের মানুষের দুর্ভোগের সেই চিত্র উঠে এসেছে। ছবিটি পাঠিয়েছেন রাঙামাটি জেলার রাজস্থলীর সংবাদ কর্মী হারাধন কর্মকার।
Discussion about this post