চট্টগ্রাম, ২৬ আগস্ট, ২০২৩:
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন ছাত্র সংগ্রাম কমিটির সাবেক ছাত্র নেতাদের পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, “ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে চট্টগ্রামের উন্নয়নে নাগরিক আন্দোলনের প্রয়োজনীয়তা অপরিসীম”। চট্টগ্রাম নাগরিক আন্দোলনের প্রবাদ পুরুষ চট্টলবন্ধু এসএম জামাল উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ও সেই আন্দোলনের অন্যতম প্রধান ব্যারিস্টার মনোয়ার হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চট্টগ্রামের স্বর্ণোজ্জ্বল নাগরিক আন্দোলনের স্মৃতিচারণ করে তাঁরা আরো বলেন, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ বন্ধে অচিরেই গঠনমূলক উদ্যোগ প্রয়োজন।
বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন ছাত্র সংগ্রাম কমিটির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাতার প্রবাসী মোহাম্মদ আশরাফুল ইসলাম-এর সার্বিক তত্বাবধানে ২৬ আগস্ট, নগরীর পিটস্টপ রেস্টুরেন্টে অনুষ্ঠিত পুনমির্লনীতে অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন-বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আন্তর্জাতিক আইনবিদ ও মানবাধিকার সংগঠক ব্যারিস্টার মনোয়ার হোসেন, উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম এস.এম জামাল উদ্দিনের সুযোগ্য কন্যা ডাক্তার নাহিদা খানম শিমু ও ছোট ছেলে এস.এম তহিদ আলী, ছাত্র সংগ্রাম কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবু তৈয়ব কিরণ, সহ-সভাপতি লেখক-সাংবাদিক শওকত বাঙালি, সাংবাদিক সৈয়দ আলমগীর সবুজ, আহসান কবির রিটন, আহমেদ কুতুব, চিত্রশিল্পী আজিজুল কদির, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ সালাহউদ্দিন, সাবেক তথ্য ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক আনোয়ারুল করিম, চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি নিজামুল বারী, চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, সাবেক সদস্য নুরুল আবচার, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সদস্য শাহদাত হোসেন রবিন, কামাল হোসেন লিটন, মোহাম্মদ আলী সরওয়ার, আবুধাবী প্রবাসী এইচ এম আবু নওশাদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফাহিম, ইঞ্জিনিয়ার এইচ এম আবু শোয়েব, ইঞ্জিনিয়ার আব্দুল আল ফরহাদ, ইঞ্জিনিয়ার ইরফানুল করিম প্রমুখ।
সূচনা বক্তব্যে শওকত বাঙালি বলেন, চট্টগ্রামের উন্নয়নে আন্দোলনরত নাগরিক সংগঠনগুলি ব্যক্তিস্বার্থের কারণে ইতোমধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে। চট্টগ্রামের সার্বিক বিষয়ে প্রকৃত ভালো মানুষগুলি একতাবদ্ধ হতে পারলে চট্টগ্রামকে বারবার পিছিয়ে পড়তে হয় না। মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিলেও আমরা সুফল ঘরে তুলতে পারছি না। চট্টগ্রামের স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়া জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
সমাপনী বক্তব্যে ব্যারিষ্টার মনোয়ার হোসেন চট্টগ্রামের উন্নয়নে দলমত নির্বিশেষে চট্টগ্রামের নাগরিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য চট্টগ্রামবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
Discussion about this post