চট্টগ্রাম,২৮ সেপ্টেম্বর, ২০২৩:
কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ও আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রকল্প। এই দুটি প্রকল্প কেবল দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবে না ইন্দো প্যাসিফিক রাজনীতি ও অর্থনীতিতে প্রভাব রাখবে। ৯১ হাজার ৪৫৩ কোটি টাকারও বেশি ব্যয়ের এই দুটি ও অন্য প্রকল্পের বিষয়ে আলোচনা হয় আজ রাজধানীতে আলোচনা ‘টুওয়ার্ড ইমপ্রুভিং রিজিওনাল কানেক্টিভিটি অ্যান্ড রিয়েলাইজিং দ্য এস্টাবলিশমেন্ট অব ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইনস ইন বে অব বেঙ্গল রিজিয়ন, ইনক্লুডিং বাংলাদেশ অ্যান্ড নর্থইস্ট ইন্ডিয়া’ সেমিনারে। এতে ‘মাতারবাড়ী ইকোনমিক হাব: প্রসপেক্ট অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক নিবন্ধে সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে আন্তর্জাতিক যোগাযোগের কিছু নতুন সুযোগসুবিধার কথা বলেছেন।
*দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সেতুবন্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে কৌশলগত অবস্থান মাতারবাড়ীর রয়েছে।
* মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর হবে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে সরাসরি পণ্য রফতানির করিডোর।
*মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দিয়ে রফতানির সময় ৪৫ থেকে ২৩ দিনে নেমে আসবে।
*চীন ও জাপানের বিনিয়োগ সরে আসার পাশাপাশি মধ্যপ্রাচ্য-ইউরোপ ইকোনমিক করিডোরে সংযুক্ত হতে পারে মাতারবাড়ি