চট্টগ্রাম, ৭ অক্টোবর, ২০২৩:
সিকিমে আকস্মিক বন্যায় ভেসে যাওয়া আরও তিন ভারতীয় নাগরিকের মৃতদেহ শনিবার বাংলাদেশে উদ্ধার করা হয়েছে।
রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক আব্দুল বাতেন সাংবাদিকদের লালমনিরহাট, রংপুর ও নীলফামারী থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সর্বশেষ পুনরুদ্ধারের সাথে এ পর্যন্ত বাংলাদেশের তিস্তা অববাহিকায় আট ভারতীয় নাগরিকের লাশ পাওয়া গেছে। এর মধ্যে শুক্রবার পাঁচটি লাশ ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার ভারত জানিয়েছে- উত্তর সিকিমে একটি হিমবাহী হ্রদ ভেঙ্গে যাওয়ার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় মোট ৫৬ জন মারা গেছে। এতে বাংলাদেশে উদ্ধার হওয়া মৃতদেহ অন্তর্ভুক্ত করা হয়নি।
৫৬টি লাশের মধ্যে ৩০টি পশ্চিমবঙ্গের তিস্তা অববাহিকায় উদ্ধার করা হয়েছে। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সিকিম থেকে এখনও ১০০ জনেরও বেশি লোক নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সিকিমে বাঁধ ভেঙে হিমবাহী হ্রদ বিস্ফোরণের বন্যা আরও বেড়েছে। বাঁধটির জলাধারে ৫ মিলিয়ন কিউসেক জল ছিল।
বিস্ফোরণের ফলে হিমবাহী হ্রদের আয়তন১৬০ হেক্টর থেকে ৬০ হেক্টরে নেমে আসে।
ভারতীয় মিডিয়া জানিয়েছে, অক্টোবরের প্রথম পাঁচ দিনে সিকিমে ১০১ মিমি (চার ইঞ্চি) বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিক মাত্রার দ্বিগুণেরও বেশি।
সিকিমের এবারের বন্যা ১৯৬৮ সালের অক্টোবরের বন্যার চেয়েও ভয়াবহ ছিল। তখন আনুমানিক ১০০০ লোক মারা গিয়েছিল বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে।
এবারের আকস্মিক বন্যায় সিকিমের অন্তত ১৫টি সেতু, অনেক রাস্তা এবং ২০০টিরও বেশি বাড়ি ভেসে গেছে । সংবাদ সূত্র: নিউ এইজ
Discussion about this post