চট্টগ্রাম, ০১ নভেম্বর, ২০২৩:
আন্তর্জাতিক কার্ডের ওপর নির্ভরতা কমাতে এবং বিদেশি মুদ্রা সাশ্রয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ন্যাশনাল স্কিম ‘টাকা পে’র উদ্বোধন করেছেন। সকাল সাড়ে ৯টায় গণভবন থেকে টাকা পে’ কার্ড চালুর উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমি আজ খুবই আনন্দিত, আর কারও ওপর আমাদের নির্ভরশীল থাকতে হবে না। ক্যাশলেস সোসাইটি করার পথে টাকা-পে আরেকটি মাইলফলক। টাকা-পের মাধ্যমে বিদেশি নেটওয়ার্কের ওপর নির্ভরশীলতা কমবে। ক্যাশলেস সোসাইটি হলে দুর্নীতি কমবে আর রাজস্ব বাড়বে। তিনি আরও বলেন, টাকা আমাদের দেশের, আমরা নিজেরাই ব্যবহার করবো। নিয়ন্ত্রণও আমরাই করব। অন্যদের সঙ্গেও সংযোগ স্থাপনের চেষ্টা করবো। হার্ড কারেন্সির উপর যাতে নির্ভরশীল থাকতে না হয় সে ব্যবস্থা করেছি।
টাকা পে’র যত সুবিধা:
টাকা পে একটি ডেবিট কার্ড। ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্সের মত আন্তর্জাতিক নয়। একটি বাংলাদেশি ডেবিট কার্ড সেবা। দেশের মধ্যেই চলবে এই কার্ডের কার্যকারিতা। এই কার্ড ব্যবহার করা যাবে এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে । প্রথম দিকে এটি ডেবিট কার্ড হিসাবে ব্যবহার করলেও ভবিষ্যতে এটা ডেবিট কার্ড হিসাবে ব্যবহার করা যাবে। টাকা পে কার্ডের নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে ম্যাগনেটিক স্ট্রিপ। ধীরে ধীরে ইএমবি প্রযুক্তি নিয়ে আসা হবে।
ফ্রান্সের পরামর্শ প্রতিষ্ঠান ‘ফাইম’ কার্ডটি তৈরি করেছে। স্থানীয় টাকা পে কার্ড ব্যবহারে বৈদেশিক মুদ্রার খরচ কমবে।
টাকা পে কার্ড সেবা চালু করছে রাষ্ট্রমালিকানাধীন সোনালী ব্যাংক, বেসরকারি খাতের দি সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংক ।শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে।
শুধু বাংলাদেশ ব্যাংকের অধীন ন্যাশনাল পেমেন্ট সুইচ অব বাংলাদেশ (এনপিএসবি)–এর মাধ্যমে টাকা পে কার্ডের লেনদেন নিষ্পত্তি হবে ।অন্য ব্যাংকগুলো ধীরে ধীরে টাকা পে কার্ড চালু করবে। শুরু থেকেই দেশের সব এটিএম, পয়েন্টস অব সেলস ও অনলাইন প্ল্যাটফর্মে এই কার্ড ব্যবহার করা যাবে।
তবে টাকা পে কার্ড নানা প্রয়োজনে যারা ভারত ভ্রমণে যান তাদের জন্য সুবিধা হবে। ভারতে যেতে মার্কিন ডলার কিনে ভারতে গিয়ে রুপিতে রূপান্তর করতে হয়। যেখানে ভ্রমণকারীকে প্রায়ই লোকসানে পড়তে হয় বিনিময় হারের জন্য । এ অবস্থা উত্তরণে টাকা পে নামের ডেবিট কার্ডে মানুষ টাকা বা রুপি উত্তোলন করতে পারবেন।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাকা প ‘র উদ্বোধনী অনুষ্ঠানে রেমিট্যান্সের ক্ষেত্রে কীভাবে ‘টাকা-পে’র সুবিধাটা সহজ করার যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টদের।
Discussion about this post