চট্টগ্রাম,২৬ নভেম্বর, ২০২৩:
সারাদেশের মত চট্টগ্রামের ১৬ টি সংসদীয় আসনে আওয়ামী লীগ নৌকা মার্কার প্রার্থীর নাম ঘোষণা করেছে। আজ বিকালে প্রার্থীদের নাম ঘোষণা করে ক্ষমতাসীন দলটি। দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ চট্টগ্রামের ৫টি সংসদীয় এলাকায় ৫ জন নতুন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই আসনগুলো হল- সীতাকু-, মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী ও পটিয়া। আর মনোনয়ন প্রাপ্তদের মধ্যে ৭ জন আওয়ামী লীগ নেতার সন্তান রয়েছে।
চট্টগ্রামে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তদের মধ্যে চট্টগ্রাম-১(মিরসরাই)-এ মাহাবুব উর রহমান, চট্টগ্রাম-২(ফটিকছড়ি)-এ খাদিজাতুল আনোয়ার, চট্টগ্রাম-৩(সন্দ্বীপ)-এ মাহফুজুর রহমান, চট্টগ্রাম-৪(সীতাকু-)-এ এস এম আল মামুন, চট্টগ্রাম-৫(হাটহাজারী)-এ মোহাম্মদ আবদুস সালাম, চট্টগ্রাম-৬(রাউজান)-এ এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭(রাঙ্গুনিয়া)-এ ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮(বোয়ালখারী-চান্দগাঁও)-এ নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯(কোতোয়ালি-বাকলিয়া)-এ মহিবুল হাসান চৌধুরী, চট্টগ্রাম-১০(পাহাড়তলী-ডবলমুরিং)-এ মো. মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১(বন্দর-পতেঙ্গা)-এ এম. আবদুল লতিফ, চট্টগ্রাম-১২(পটিয়া)-এ মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩(আনোয়ারা)-এ সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪(চন্দনাইশ)-এ মো. নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া)-এ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন ও চট্টগ্রাম-১৬(বাঁশখালী)-এ মোস্তাফিজুর রহমান চৌধুরী।
ফটিকছড়ি আর হাটহাজারী থেকে গত বার যথাক্রমে তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভা-ারী ও জাতীয় পার্টির ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি নির্বাচিত হয়েছিলেন। আওয়ামী লীগের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী এই দুটি আসনে প্রার্থী ছিল না আওয়ামী লীগের। তবে এবার নৌকা মার্কার প্রার্থী দিয়েছে দলটি।
এবার চট্টগ্রামে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত ১৬ জনের মধ্যে ৭ জন আওয়ামী লীগ নেতা নেতাদের সন্তান।
এর মধ্যে মিরসরাইয়ে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র মাহাবুব উর রহমানকে। ইঞ্জিনিয়ার মোশাররফ একাধিকবার আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ছিলেন। বর্তমানে জাতীয় সংসদ সদস্য।
ফটিকছড়িতে আওয়ামী লীগের সাবেক নেতা রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফটিকছড়ি থেকে। রফিকুল আনোয়ার ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন ও ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম বিভাগের মধ্যে ফটিকছড়ি আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন। খাদিজাতুল আনোয়ার গত সংসদে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন।
সন্দ্বীপে সাবেক আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমানের ছেলে মাহফুজুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে। মোস্তাফিজুর ১৯৯১ ও জুন ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে সন্দ্বীপ আসন থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন।
সীতাকু-ে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মাস্টারের ছেলে এস এম আল মামুনকে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আবুল কাশেম মাস্টার আমৃত্যু সীতাকু- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। সাবেক প্যানেল স্পিকার ও চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম -৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি।
কোতোয়ালি-বাকলিয়া আসনে চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত সংসদেও মহিবুল এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
আনোয়ারায় মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য শিল্পপতি আখতারুজ্জামান চৌধুরীর ছেলে সাইফুজ্জামান চৌধুরী। সাইফুজ্জামান সরকারের বর্তমান ভূমি মন্ত্রী। এর আগের বার তিনি ভূমি প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি দশম ও একাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন।
আখাতারুজ্জামান চৌধুরী ছিলেন চার বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর একজন সদস্য ছিলেন। নবম জাতীয় সংসদে তিনি পাট ও বস্ত্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য আখাতারুজ্জামান চৌধুরী ২০২১ সালে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।
আওয়ামী লীগ পটিয়ায় প্রার্থী পরিবর্তন করেছে। বহুল আলোচিত সামশুল হক চৌধুরীকে এ বার দলটি মনোনয়ন দেয়নি। তার জায়গায় মনোনয়ন পেয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরীকে। তিনি পটিয়া উপজেলা চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
অন্যদিকে সীতাকু- ও মিরসরাইয়ে প্রার্থী পরিবর্তন করে উভয় আসনে আওয়ামী লীগের সাবেক দুই নেতার ছেলেকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
Discussion about this post