চট্টগ্রাম,০৪ ডিসেম্বর, ২০২৩:
দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই শেষে করেছে নির্বাচন কমিশন। ইসি মোট ২৭১৬ জন সংসদ সদস্য পদে নির্বাচন করতে প্রত্যাশীদের মধ্য থেকে ১৯৮৫ জনের মনোনয়ন বৈধ হিসাবে ঘোষণা দিয়েছে বাকি ৭৩১ জন প্রার্থীক অবৈধ বলে ঘোষণা করেছে। আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।
মনোনয়ন বাতিল প্রার্থীদের মধ্যে ভোটারের তথ্যে গরমিল, সেবা সংস্থার বিল বকেয়া ও আয়কর রিটার্ন দাখিল না করায় চট্টগ্রামে দুটি আসনের ৮ প্রার্থীর মনোনয়নও বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরই মধ্যে পাঁচ জন স্বতন্ত্র প্রার্থী।
বাতিল করা মনোনয়ন ফিরে পেতে ইসিতে আগামীকাল থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর।