দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিন ব্যাপী বাংলাদেশের চট্টগ্রামের আকাশে সূর্যের লুকোচুরির মধ্যে রোদের দেখা মিলেছে মাঝে মাঝে। ঘূর্ণিঝড়টি বাংলাদেশের সমুদ্রবন্দর থেকে প্রায় দেড় হাজার মাইল দূরে অবস্থান করছেও মিগজাউম প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতের অন্ধ্রের উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর চেন্নাই-সহ উপকূলবর্তী সাত জেলায়।
তবে বাংলাদেশের আবহাওয়া বার্তায় চট্টগ্রাম, মংলা, কক্সবাজার, পায়রা সমুদ্র বন্দরকে ২নং হুঁশিয়ারি সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে মাছধরা নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আর কাল সকালের দিকে অন্ধ্রের উপকূল অতিক্রম করবে মিগজাউম।
তবে চেন্নাইয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে ৫ জন নিহত হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার, ৫ ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং মছলিপত্তনমের মাঝখান দিয়ে স্থলভাগে আছড়ে পড়বে মিগজাউম। তখন তার গতি থাকতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ১১০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার রাত থেকেই বৃষ্টি হচ্ছে উত্তর তামিলনাড়ুতে
Discussion about this post