চট্টগ্রাম, ১০ ডিসেম্বর, ২০২৩:
চট্টগ্রামে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের তিন নেতা বাতিল হওয়া মনোনয়ন ফিরে পেয়েছেন আপিলের মাধ্যমে। তারা হলেন- চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ বোয়ালখালী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম ও বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের এম এ মোতালেব।
নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনেই প্রার্থিতা ফিরে পেয়েছেন তারা। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ বোয়ালখালী) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম।
এর আগে গত ৩ ও ৪ ডিসেম্বর চট্টগ্রামের আওয়ামী লীগের এই তিন নেতার মনোনয়ন পত্রে ১ শতাংশ ভোটারে ত্রুটি থাকার কথা বলে মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।
মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাওয়ার পর আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক দলীয় কৌশলের অংশ হিসেবে ভোটারদের ভোট কেন্দ্রমুখী করতে বাংলাদেশ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছি। ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করুক এটা আমি চাই। চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ বোয়ালখালী) আসনের মানুষের ভালোবাসা এবং জনগনের অনুরোধে আমি প্রার্থী হয়েছি। আশা করি চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-পাঁচলাইশ বোয়ালখালী) আসনের আপামর জনসাধারণ তাদের দোয়া ও সমর্থন আমার প্রতি অব্যাহত রাখবেন।
এছাড়া সাতকানিয়ার স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব বলেন, অনেক ষড়যন্ত্রের পরও ন্যায়বিচার পেয়েছি। প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। আজই (রোববার) ঢাকা থেকে এলাকায় ফিরে নির্বাচনি প্রস্তুতি শুরু করব। সাতকানিয়া ও লোহাগাড়ার আপামর জনসাধারণ আমাকে সাত জানুয়ারি বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়া মিরসরাইয়ের স্বতন্ত্র প্রার্থী মো. গিয়াস উদ্দিন বলেন, আমি আজকে ন্যায়বিচার পেয়েছি। আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি মীরসরাইয়ের মানুষের ভালোবাসা ও তাদের অনুরোধে। তারাই আমাকে ৭ জানুয়ারির ভোটে বিপুল ভোটে জয়ী করবেন।
Discussion about this post