চট্টগ্রাম, ১০ ডিসেম্বর, ২০২৩:
ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর মুহূর্ত থেকে সারাদেশে পেঁয়াজ নিয়ে তুঘলকি কাণ্ড শুরু করেছেন পেঁয়াজ ব্যবসায়ী ও দোকানদাররা। গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রপথানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। এই খবর প্রকাশের সাথে সাথে রাতের মধ্যে পেঁয়াজের দাম বেড়ে ১০০ টাকা থেকে ১৫০ টাকায় উঠে। এর পরদিন থেকে হুহু করে পেঁয়াজের দাম বাড়তে থাকে দেশের বাজারে। কোথাও কোথাও ২০০ টাকার উপরে উঠে পেঁয়াজের কেজি। এরপর থেকে পেঁয়াজের বাজারে অভিযান শুরু করে প্রশাসন। তবে অভিযানে কমদামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এমন খবর ক্রেতাদের কাছ থেকে জানা যায়নি। তবে বাজারে ভারত থেকে আমদানির জন্য ঋণপত্র (এলসি) খোলা ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ দ্রুত দেশে আনার উদ্যোগ নিয়েছে সরকার।
পেঁয়াজের দাম বৃদ্ধির খবরে গতকাল থেকে সারাদেশের মত চট্টগ্রামেও পেঁয়াজের বাজার তদারকি শুরু করে প্রশাসন। আজ রবিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম নগরের পাহাড়তলী, চাক্তাই ও খাতুনগঞ্জের পাইকারি বাজারে অভিযান পরিচালনা করে। অভিযানে পাঁচটি আড়তকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এরমধ্যে পাহাড়তলী বাজারের মেসার্স বাছামিয়া সওদাগর দোকান থেকে প্রায় ১ হাজার ৭০০ কেজি পেঁয়াজ উদ্ধার করে। যে দোকানটি তাদের পণ্যের তালিকায় পেঁয়াজ নেই লিখে রেখেছিল। এই লেখা দেখে দোকানদারের সাথে কথা বললে সন্দেহ হয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের। পরে তারা দোকানের পিছনে গিয়ে ৩৬ বস্তা পেঁয়াজ দেখতে পান। যেখানে প্রায় ১ হাজার ৭ শ কেজি পেঁয়াজ গুদামজাত করা ছিল।
পেঁয়াজ খুঁজে পাওয়ায় পাহাড়তলী বাজারের মেসার্স বাছামিয়া সওদাগর দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০ হাজার টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনা করেনর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ ও মো. আনিছুর রহমান। এরপর পাহাড়তলী বাজারে মেসার্স কালু শাহ এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় উচ্চমূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে।
েএর আগের দিন শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কম দামে কেনা পেঁয়াজ মজুত করে বেশি দামে বিক্রি করায় অভিযানে পাঁচটি আড়তকে মোট এক লাখ টাকা জরিমানা করেছিল।
অন্যদিকে চট্টগ্রাম জেলা প্রশাসন নগরের খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকায় অভিযান পরিচালনা করেছে। বিকেলে এই দুই পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন তিনি।
Discussion about this post