চট্টগ্রাম, ১৮ ডিসেম্বর,২০২৩:
প্রতীক বরাদ্দের পর আগামী ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন সংসদ সদস্য প্রার্থীরা। এরমধ্যে চট্টগ্রাম ৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ রাঙ্গুনিয়া থেকে নৌকা মার্কায় ভোট চেয়ে বাই সাইকেল চালিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করেন।
আজ ড.হাছান মাহমুদ তার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-০৭(রাঙ্গুনিয়া উপজেলা ও বোয়ালখালী আংশিক) আসনের উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে সাইকেল চালিয়ে মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় পথসভা করেন।
বাই সাইকেলে নির্বাচনি প্রচারণায় ড. হাছান মাহমুদের সাথে আওয়ামী লীগ,ছাত্রলীগ, যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মিরা সাথে ছিলেন।
এদিকে প্রতীক পেয়ে বিভিন্ন মসজিদ, মাজার, দরগাহ, পিতা-মাতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের কবর জেয়ারত করে আজ বিকাল সাড়ে চারটায় কালুরঘাট এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম। তিনি কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার করছেন।
চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাহার ও মনোনয়ন বাতিলের পর এখন ভোটের মাঠে আছেন ১২০ জন প্রার্থী। সর্বশেষ গতকাল ৬টি সংসদীয় আসনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তপশিল অনুযায়ী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১ থেকে ৪ ডিসেম্বর বাছাই, ৬ থেকে ১৫ ডিসেম্বর আপিল ও শুনানি, ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার এবং ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের দিন ধার্য করা হয়। আর ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে নির্বাচনি প্রচারণা। যা আজ থেকে শুরু হয়েছে।
Discussion about this post