চট্টগ্রাম, ১৬ ডিসেম্বর, ২০২৩:
আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এদিনে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।
মহান বিজয় দিবস উপলক্ষে আজ যথাযথ শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে জাতি। ১৬ ডিসেম্বরের প্রথম প্রহরে শহীদ মিনারে সশস্ত্র অভিবাদন জানিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামের নেতৃত্বে বিভাগীয় কমিশনার কার্যালয়, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের নেতৃত্বে চট্টগ্রাম মহানগর পুলিশ, ডিআইজি নুরে আলম মিনার নেতৃত্বে চট্টগ্রাম পুলিশ রেঞ্জ, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়। এছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠন প্রধানদের নেতৃত্বে শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে জেলা পুলিশ , বীর মুক্তি যোদ্ধাগণ, পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট , আরআরএফ, এপিবিএন, আর্মড পুলিশ, পিবিআই, শিল্প পুলিশ, সিআইডি, রেলপুলিশ,ট্যুরিস্ট পুলিশ, নৌপুলিশ আনসার, সিভিল সার্জন কার্যালয়,চট্টগ্রাম, জেলা পরিষদ, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর , রেডক্রিসেন্ট, বনবিভাগ সহ সরকারের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান।
এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নগরের এমএ আজিজ স্টেডিয়ামে আজ সকালে বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজের আয়োজন করা হয়েছে । চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম । এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা, এসপি এস এম শফিউল্লাহ।
অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কুচকাওয়াজের অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর তারা প্যারেড পরিদর্শন করেন।
কুচকাওয়াজে অংশ নেয় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি, নৌ স্কাউটস, গার্লস গাইড, কোয়ান্টাম কসমো স্কুল, সরকারি শিশু পরিবার, বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়, বিভিন্ন প্রাইমারি স্কুল, সরকারি উচ্চ বিদ্যালয়, রেড ক্রিসেন্ট, মাদ্রাসার ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। প্যারেডের পর জাতীয় পতাকা হস্তান্তর ও সবশেষে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা ডিসপ্লে প্রদর্শন করে।
নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্র। এই উপলক্ষে আজ সকালে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের মিলনায়তনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।
আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হারুন, প্রকৌশলী সাদেক মোহাম্মদ চৌধুরী, প্রকৌশলী প্রবীর কুমার সেন, সম্মানি সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী উদয় শেখর দত্ত, রফিকুল ইসলাম মানিক, প্রকৌশলী তফাজ্জল আহমদ, প্রকৌশলী সুভাষ চক্রবর্তী, প্রকৌশলী রেজাউল করিম সহ আইইবি চট্টগ্রাম কেন্দ্রের সদস্যবৃন্দ।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আজ বেলা ১১টায় চবির জারুলতলায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। তিনি বলেন,বাঙালি কখনো স্বাধীন ছিল না, সবসময় সাম্রাজ্যবাদীরা আমাদের শোষণ করেছে। বাঙালি সব সময় স্বাধীনতার জন্য ছুটেছে কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি।এদেশের হাওয়া বাতাসে বেড়ে ওঠা বঙ্গবন্ধুর হাত ধরে বাঙালি প্রথম স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়গুলো থেকে সোনার মানুষ তৈরি হবে কিন্তু আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের মত বিশ্ববিদ্যালয় গড়তে পারিনি।চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদের সভাপতিত্বে ও চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারের সঞ্চালনায় এতে চবি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্যরা বক্তব্য রাখেন।
আজ জিইসি মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন,মুক্তিযুদ্ধে অনেক ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে বাঙালিরা স্বাধীনতা ও বিজয় অর্জন করেছে।
এছাড়া চট্টগ্রাম জুড়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে শহীদের শ্রদ্ধাভরে স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করে।
Discussion about this post