চট্টগ্রাম,১ জানুয়ারি, ২০২৪:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমর্থিত চট্টগ্রাম -৭ রাংগুনিয়া বোয়ালখালী আংশিক সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এম ইকবাল হাছানের সমর্থনে আজ ১ জানুয়ারি রাংগুনিয়া মরিয়মনগর চৌমুহনীতে মোমবাতি প্রতীকের প্রধান নির্বাচনী ক্যাম্প উদ্বোধন মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছান। তিনি বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে মোমবাতির বিজয় নিশ্চিত, রাংগুনিয়া বাসীর তথা শান্তি প্রিয় ও মুক্তিকামী জনতা মোমবাতি মার্কায় ভোট দিবে এটা ইতোমধ্যে বুঝতে পেরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা বিভিন্ন জায়গায় মোমবাতির ব্যানার পোষ্টার ছিঁডে ফেলছে, বিভিন্ন হয়রানি করছে, এরকম আচরণ করলে মোমবাতির জন সমর্থন কোন সময় কমে যাবে না।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ আল্লামা আ র ম মোজাম্মেল হক নঈমী, শায়খুল হাদীস নাজমুল হোসাইন নঈমী, জেলা ইসলামী ফ্রন্ট সভাপতি অধ্যাপক মুহাম্মদ আব্দুর রহিম মুনিরি, মাওলানা আবুল কালাম বয়ানী, পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরফ শাহ, হাজেফ মুহাম্মদ আব্দুর রহমান জামী,অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আজিজুল হক, প্রভাষক মাওলানা ইলিয়াছ আহমদ নঈমী,ভাইস চেয়ারম্যান মুহাম্মদ আকতার হোসেন, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন হাছান, নির্বাচন পরিচালনা কমিটির সচিব মাহমুদুর রশিদ মাসুদ অর্থ সচিব মুহাম্মদ শাহ শাওন , প্রবাসী নেতা মুহাম্মদ কামরুল হাসান শামীম ও মুহাম্মদ নুরুল ইসলাম , প্রভাষক মাওলানা মুহাম্মদ এম এ শাকুর, কাজী মুহাম্মদ আইয়ুব, মাওলানা মুহাম্মদ কোরবান আলী নুরী, মুহাম্মদ ইদ্রীস, মীর মুহাম্মদ হাবীব উল্লাহ, এইচ এম শহিদুল্লাহ, মাওলানা মুহাম্মদ আরিফুর রহমান রাশেদ , মাওলানা মামুনুর রশীদ বাবর, মাওলানা আশেকে মোস্তফা, মাওলানা জাহেদ কাদের, মুহাম্মদ তারেক হোসাইন, শ্রমিক ফ্রন্ট নেতা মুহাম্মদ হারুন, জয়নাল আবেদীন, মুহাম্মদ শাহে এমরান, রবিউল মোস্তফা রাফি সহ ওলামায়ে কেরামবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Discussion about this post