চট্টগ্রাম,১২ জানুয়ারি, ২০২৪:
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য ড. হাছান মাহমুদ ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নতুন মন্ত্রী সভার সদস্য নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম নগরীতে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ করা হয়েছে। একই সাথে তাদের অভিনন্দন জানায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। নতুন মন্ত্রী সভায় গত মন্ত্রী সভার তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রী ও সাবেক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পররাষ্ট্র মন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাঙ্গুনিয়আ উপজেলার রোয়াজারহাট এলাকায় রাঙ্গুনিয়া পৌরসভা আ.লীগের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর আ.লীগের সভাপতি মো. আরিফুল ইসলাম চৌধুরী।
নেতাকর্মীরা ড. হাছান মাহমুদকে তৃতীয়বারের মতো মন্ত্রীসভায় স্থান দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চতুর্থবারের মতো এমপি নির্বাচিত করায় রাঙ্গুনিয়ার জনসাধারণকেও ধন্যবাদ জানান।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ একাদশ সংসদ নির্বাচনে জয়ী হয়ে তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। এর আগে তিনি বন ও পরিবেশ মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা মন্ত্রী মনোনীত হওয়ায় আজ ১২ জানুয়ারি, ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলটি বলুয়ার দিঘীর পূর্ব পাড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দেওয়ান বাজার ওয়ার্ড কার্যালয় এসে শেষ হয়।
চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন মহানগর আওয়ামী যুবলীগের সংগঠক ও মহানগর বঙ্গবন্ধু যুব পরিষদের আহ্বায়ক শেখ মহিউদ্দিন বাবু, যুগ্ম আহ্বায়ক আকিবুর রহমান ইমরান, শফিকুল ইসলাম রাসেল প্রমুখ।
Discussion about this post