চট্টগ্রাম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে চট্টগ্রাম থেকে তিন আওয়ামী লীগ নেত্রীকে সংসদ সদস্য মনোনীত করেছে আওয়ামী লীগ। তারা হলেন-বেগম ওয়াশিকা আয়শা থান, শামীমা হারুন লুবনা ও দেলোয়ারা ইউসুফ। তিন জনই প্রয়াত আওয়ামী লীগ নেতার পরিবারের সদস্য।
গতকাল বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে চূড়ান্ত হওয়া ৪৮ জন নারী প্রার্থীর নাম ঘোষণা করেন। দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ৪৮ প্রার্থীর মধ্য একাদশের সংরক্ষিত আসনের এমপি রয়েছেন কেবল ৭ জন। পুরনোদের মধ্যে চট্টগ্রামের ওয়াশিকা আয়শা খানও আছেন। চট্টগ্রামে অন্য ২ নেত্রী প্রথম বারের মত সংসদ সদস্য মনোনীত হতে যাচ্ছেন।
তিন জনের মধ্যে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াশিকা আয়শা খান যিনি একাদশ সংসদেও সংরক্ষিত আসনে এমপি মনোনীত হন। আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক আতাউর রহমান খান কায়সারের কন্যা। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
এছাড়া নতুন দুজন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন- তারা হলেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুণ লুবনা ও উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলোয়ারা ইউসুফ। শামীমা হারুণ লুবনা ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগ নেতা প্রয়াত আবদুল্লাহ আল হারুণের মেয়ে।
দিলোয়ারা ইউসুফ ছাত্র জীবন থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন। তার স্বামী মুক্তিযুদ্ধে সংগঠক, প্রগতিশীল ছাত্রনেতা মুহাম্মদ ইউসুফ সিকদার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম কলেজে প্রতিবাদ মিছিল থেকে গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। পেশায় ব্যবসায়ী ছিলেন মুহাম্মদ ইউসুফ। চট্টগ্রাম জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডে বারবার নির্বাচিত সদস্য দিলোয়ারা ইউসুফ বর্তমান মেয়াদেও রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও চসিক (আংশিক) ওয়ার্ডের দায়িত্বে আছেন। ২০১৩ সালে তিনি চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
Discussion about this post