চট্টগ্রাম, ৩০ অক্টোবর, ২০২১
করোনা সংক্রমণের প্রকোপ কমার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ খোলার দিন কয়েক না যেতেই ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সাথে ছাত্রদের হোস্টেল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে ছাত্রলীগের আ জ ম নাছির উদ্দীন ও শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অনুসারী হিসাবে পরিচিত দই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আ জ ম নাছির গ্রুপের মাহফুজ ও নাইমুল ইসলাম এবং মহিবুল গ্রুপের আকিব হোসেন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। দুইপক্ষই ক্যাম্পাসে অবস্থান করায় অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।
সুত্র জানায়, এর আগে শুক্রবার রাতে চমেক এর প্রধান ছাত্রবাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল। এ ঘটনার রেশ ধরেই শনিবার সকাল ৯টায় আবার এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করে।
এ ব্যাপারে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার সংবাদ মাধ্যমকে বলেন, ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের পর জরুরি কাউন্সিল সভা করে কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশও দেয়া হয়। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত কলেজ বন্ধ থাকবে।
এছাড়া ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার রাতের ঘটনার ব্যাপারে জানা যায়, রাত ১১ টার দিকে প্রধান ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় আ জ ম নাছির গ্রুপের দুই ছাত্রকে মারধর করে অপর পক্ষ। এর জের ধরে শনিবার সকালে চমেক এর প্রধান ফটকের সামনে আবার উভয় পক্ষের কয়েক জন অনুসারীর মধ্যে সংঘর্ষ বাধে।
Discussion about this post