বিপুল দর্শকের সমাগমে ঐতিহাসিক আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার ১১৫ তম আসর আজ বিকালে লালদীঘির মাঠে সম্পন্ন হয়েছে। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার কুস্তিগীর বাঘা শরীফ। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ সহ বিজয়ী অন্যান্য কুস্তিগীরদের পুরস্কার বিতরণ করা হয়। কুস্তি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।বলীখেলা উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল সহ আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির নেতৃবৃন্দ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এবারের কুস্তি প্রতিযোগিতায় শতাধিক কুস্তিগীর অংশ গ্রহণ করেছেন।
Discussion about this post