চট্টগ্রাম
টানা দুই সপ্তাহ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র দাবদাহে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কর্মচঞ্চলতা।একপশলা বৃষ্টির জন্য হাহাকার করছে দেশের মানুষ।এমন সংকটময় মুহূর্তে প্রচণ্ড গরমে অতিষ্ট মানুষ বৃষ্টির আশায়
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ইসতিসকার নামাজ আদায় করেছে।দুই রাকায়াত সালাতুল ইসতিসকায় ইমামতি করেন মাওলানা মঈন উদ্দিন আশরাফ।শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ মছিউদৌলা।
নামাজ ও মোনাজাতে নিজেদের গুনাহের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে কায়মনোবাক্যে তার রহমতের বৃষ্টি প্রার্থনা করা হয়।
এদিকে তীব্র তাপমাত্রায় রাঙামাটিতে নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা করেছে মুসলমান ধর্মাবলম্বীরা। গত কয়েক সপ্তাহে রাঙামাটিতে তীব্র তাপদাহের কারণে দিনদিন অতিষ্ট হয়ে উঠছে জনজীবন। তীব্র গরম থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বৃষ্টির জন্য নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।
বৃহস্পতিবার সকালে জেলা শহরের কেন্দ্রীয় জানাযা মাঠে সুন্নী ওলামা পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত নামাজে সব শ্রেণী-পেশার মুসল্লী অংশ নেন ।
ইসতিসকার (বৃষ্টির জন্য যে নামাজ আদায় করা হয়) নামাজে ইমামতি করেন, মাওলানা মোহাম্মদ মোস্তফা হেজাজী। নামাজ শেষে তাপদাহ থেকে বাঁচতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়।
এসময় জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম এবং সাধারণ মুসল্লীরা উপস্থিত ছিলেন।