চট্টগ্রাম,২৬ এপ্রিল, ২০২৪:
সাতকানিয়ায় মৃত ও প্রবাসীসহ ১৯ ব্যক্তির স্বাক্ষর জালিয়াতি করে নকল বাদি সেজে ভূমিদস্যু সিন্ডিকেটের যোগসাজশে বিএস সংশোধনী মামলা প্রত্যাহারের ঘটনায় আদালত আজিজুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করেছেন। আজ (বৃহস্পতিবার) বিকালে সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শরিফুল হকের আদালতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্যান্য অভিযুক্তরা পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত আজিজ উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া ডেলিপাড়া এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
আদালতে দায়েরকৃত অপর মামলার আর্জি থেকে জানা যায়, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া চেয়ারম্যান পাড়া এলাকার বাসিন্দা নুরুল আমিন নামে এক ব্যক্তিসহ ১৯ ব্যক্তি ২০১৭ সালে তাদের জায়গার ভুল বিএস সংশোধনের জন্য সাতকানিয়া যুগ্ম জেলা জজ আদালতের একটি মামলা দায়ের করেন। পরে মামলাটি ২০২১ সালে সাতকানিয়ার সিনিয়র সহকারী জজ আদালতে স্থানান্তর করা হয়। মামলাটি পরিচালনা করেন সাতকানিয়া সিনিয়র সহকারী জর্জ আদালতে আইনজীবী এড. সুজন পালিত। পরে মামলাটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে (এলএসটি) তালিকাভুক্ত হয়। বিষয়টি আদালতে ২০২৪ সালের ৩০ জানুয়ারি ৩০ ধারার জন্য তদবিরের দিন ধার্য্য ছিল। ৩১ জানুয়ারি বাদি পক্ষের আইনজীবীর অজান্তে ৫নং বাদি মো. বেলালসহ অপরাপর বাদিগণের স্বাক্ষর জালিয়াতি করে প্রতারকচক্র মামলাটি প্রত্যাহার করে নেন। পরে মামলার মূল বাদিগণ বিষয়টি জেনে ১১ মার্চ পূর্বের তারিখের আদেশ রহিত করে পূর্বের মামলার নম্বর বহালের আবেদন করেন। এর প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আদালত মূলবাদি ও বিবাদি উভয় পক্ষের উপস্থিতিতে গতকাল ২৫ এপ্রিল শুনানির দিন ধার্য্য করে। এর প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক শরিফুল হকের আদালতে আজিজের কাছ থেকে জবানবন্দি গ্রহণ করেন বিচারক। পরে আদালত জবানবন্দি গ্রহণ শেষে আজিজকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করেন।
বাদিপক্ষের অপর আইনজীবী ও সাতকানিয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.মেজবাহ উদ্দিন কচির বলেন, একটি জালিয়াতচক্র রহিম বকসু ও মোজাফ্ফর আহমদ নামে দুইজন মৃত ব্যক্তি এবং মো. ইসমাইল নামে একজন প্রবাসী সহ ১৯ জনের স্বাক্ষর জাল করে মো. বেলাল নামে আসল বাদিকে ভুয়া বাদি সাজিয়ে বিএস সংশোধন মামলা আমার অজান্তে প্রত্যাহার করে নেন।
এ ঘটনায় আদালত গতকাল (বৃহস্পতিবার) আজিজুল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশের নিকট সোপর্দ করে।
Discussion about this post