চট্টগ্রাম, ৩০ এপ্রিল, ২০২৪:
বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশন, চট্টগ্রামের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আজ দুপুরে চট্টগ্রাম কোর্ট হিলের আইনজীবী ভবনের ২২৯ কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ করেন বাংলাদেশ মানবাধিকার এসোসিয়েশন, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর এডভোকেট কামরুন নাহার বেগম। তিনি বলেন, প্রতি বছর ঈদ ও অন্যান্য অনুষ্ঠান উপলক্ষে আমরা বস্ত্র বিতরণ করে আসছি। তারই অংশ হিসাবে এ বছরও অসচ্ছল মহিলাদের পোশাক উপহার দিয়েছি।
উল্লেখ্য, অনুষ্ঠানে শতাধিক অসচ্ছল ও দুস্থ মহিলাদের শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এডভোকেট শিখা চক্রবর্তি, এডভোকেট লুৎফুন্নাহার, এডভোকেট কাজী একতেয়ার রোমান।
Discussion about this post