চট্টগ্রাম, ২৯ জুন, ২০২৪:
চট্টগ্রামের সাতকানিয়ায় পরকীয়া প্রেমিকের ব্লাকমেইলের শিকার হয়ে গলায় শাড়ি পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ঝুলে মুর্শেদা খানম মুন্নি (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ (শনিবার) সকালে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুরগুরি এলাকার পশ্চিম পাড়ার মৃত সোনা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
গৃহবধূ মুর্শেদা একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে সৌদি প্রবাসী নুরুন্নবীর স্ত্রী। তাঁর এক ছেলে ও এক কন্যা সন্তান রয়েছে।
পুলিশ একই দিন (শনিবার) বিকালে ঘটনাস্থল থেকে আত্মহত্যাকারীর হেফাজতে থাকা হাতে লেখা কিছু ডায়েরি উদ্ধার করেন।
মুর্শেদার মা আয়েশা সোলতানা বলেন, বেশ কিছুদিন আগে আমার মেয়েকে রহিম নামের একটা ছেলে কিছু আপত্তিকর ছবি নিয়ে ব্ল্যাকমেলিং করছে বলে মেয়ে আমাদের জানায়। পরে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে বলে জানতে পারি। তবে আমার মেয়ের সাথে এরপর কি ঘটেছে কিছুই বুঝতে পারছি না এবং সে আমাদের কিছু বলেনি। তবে রহিমের ব্ল্যাকমেলিংয়ের কারণে নিরুপায় হয়ে আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করছি। তিনি আরও বলেন, তার শ্বশুর বাড়ির লোকজন ও স্বামী ভালো মনের মানুষ । ব্ল্যাকমেলিংয়ে অভিযুক্ত রহিমের সম্পর্কে জানতে চাইলে আয়েশা বিস্তারিত কোনো তথ্য দিতে রাজি হননি।
কাঞ্চনা ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মন্নান গলায় শাড়ি পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মাজহারুল হাতের লেখা ডায়েরি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করলেও ডায়েরিতে কি লেখা রয়েছে তা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ ছাড়া জানাতে পারবেন না বলে জানান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এ ঘটনায় আত্মহত্যাকারীর বাবার পরিবারের পক্ষে থেকে কোন অভিযোগ দিলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
Discussion about this post