চট্টগ্রাম, ১৮ জুলাই, ২০২৪:
সরকারি চাকরিতে কোটা আন্দোলনকারীদের গতকাল দেশব্যাপি কমপ্লিট শাটডাউনের ঘোষণার মধ্যে চট্টগ্রাম নগরীতে আজ যান চলাচল ও যাত্রী পরিবহন অনেকটাই স্বাভাবিক ছিল। সকালে যানবাহন কম দেখা গেলেও বেলা বাড়তে বাড়তে যান চলাচল বাড়ছে। তবে কর্মস্থলমুখী মানুষ ছাড়া সড়কে মানুষের জটলা ছিল কম। যে কারণে যানবাহনের সংখ্যা ছিল পরিমিত।
চট্টগ্রাম নগরীর বহদ্দার হাট, মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসির মোড় সহ আগ্রাবাদ পর্যন্ত যানবাহন ও যাত্রী পরিবহন স্বাভাবিক ছিল।
গতকাল বুধবার বিকালে কোটা আন্দোলনকারী ও আন্দোলনের বিপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছিল মুরাদপুর ও দুই নম্বর গেট পয়েন্টে। এই ঘটনায় চট্টগ্রামে দুই ছাত্র সহ এক পথচারি নিহত হয়েছিলেন।
তবে আজ সড়কে কোটা আন্দোলনকারী ও তাদের প্রতিপক্ষ কাউকে মাঠে দেখা যায়নি। উল্লেখিত সড়কে ছিল না পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর কোনো টহল।
এ ব্যাপারে মুরাদপুরের আবুল হাশেম নামে এক যাত্রী বলেন, গতকালের অবস্থা দেখে মনে করেছিলাম আজ যানবাহন চলাচল বনধ হয়ে যাবে। কিন্তু বাইরে এসে দেখি রক্ষা পাওয়া গেছে। গাড়িঘোড়া মোটামুটি আছে।
Discussion about this post