চট্টগ্রাম, ২১ আগস্ট, ২০২৪:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী আহত ছাত্রদের দেখতে আজ দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ। এসময় তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রছাত্রীদের দেখতে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। আহত রোগীদের চিকিৎসাসেবার খবরাখবর নেন। রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন। এর আগে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সম্মেলন কক্ষে একটি বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছেন তারা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা খরচ সরকার বহন করবে । বিশেষজ্ঞরা মতামত দিলে গুরুতর আহত রোগীদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। ছাত্র আহত ও নিহত শহীদদের একটা তালিকা করছে সরকার। তাদের সহযোগিতার জন্য একটি ফাউন্ডেশন করা হচ্ছে। এটির মাধ্যমে তাদের ও তাদের পরিবারকে সহযোগিতা করার ব্যবস্থা করা হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ আলেম- উলেমা প্রতিনিধিবর্গ। উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন সহ চিকিৎসকবৃন্দ ও চট্টগ্রামে বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কবৃন্দ।