চট্টগ্রাম, ০৭ সেপ্টেম্বর, ২০২৪:
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রাম আজ দুপুরে নগরের ওয়াসা মোড়ে একটি রেস্টুরেন্টে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যূত্থান পরবর্তি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ শাহ নওয়াজ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন। এতে সংগঠনের পক্ষ থেকে সাত দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।
এরমধ্যে বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের নিয়ে জাতীয় সংস্কার কমিশন গঠন, গত ১৫ বছরে গুম-খুন ও ছাত্র আন্দোলনে গণহত্যার পরিকল্পনাকারী, আদেশদাতা ও হত্যাকারীদের দ্রুত বিচার করা, প্রশাসন ও বিচার বিভাগে দুর্নীতির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় দায়িত্বে নেওয়া ও আহত, পঙ্গুত্ববরণকারীদের ক্ষতিপূরণের ব্যবস্থা, গণভবনকে ‘জুলাই ছাত্র গণঅভ্যূত্থান স্মৃতি যাদুঘর’ হিসাবে প্রতিষ্ঠা ও কর্পোরেট মিডিয়া হাউজ ভেঙ্গে একক মালিকানায় করার প্রস্তাবনা তুলে ধরেন।
এতে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, চট্টগ্রামের আহ্বায়ক জাহিদুল করিম কচি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর নসরুল কদির, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার বাংলাদেশের(এ্যাব)বিভাগীয় সভাপতি প্রকৌশলী সেলিম জানে আলম, ড্যাব নেতা ডাক্তার আব্বাস উদ্দিন সহ জাতীয়বাদী পেশাজীবী নেতৃবৃন্দ।