চট্টগ্রাম, ২৯ সেপ্টেম্বর, ২০২৪:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. ময়নুল ইসলাম গতকাল চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের ব্যাপারে কঠোর বার্তা দিয়েছেন।
হিজবুত তাহরীর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, হিযবুত তাহরীর ‘জঙ্গি’ সংগঠন। সে ব্যাপারে আমাদের মামলা হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। জঙ্গির ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। নিষিদ্ধ এই সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক মো. ময়নুল ইসলাম।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যূত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর দেশে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ হিজবুত তাহরীরকে প্রকাশ্যে দেখা গেছে। সরকার পতন আন্দোলনে তারা কাজ করেছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমকে। তারা ‘মুক্তির এক পথ, খিলাফত খিলাফত’ শ্লোগানের ব্যানার ও পোস্টার লিখে দেশের বিভিন্ন জায়গায় টাঙ্গিয়ে দেয়। ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পর ৭ই আগস্টে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে হিযবুত তাহ্রীরকে সভা করতে দেখা যায়। সরকার পতনের পর হিযবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন।
গত ১৩ সেপ্টেম্বর বিবিসিতে প্রকাশিত এক সংবাদে হিযবুত তাহ্রীর নিয়ে অন্তবর্তী সরকারের উপদেষ্টা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সরকারের অবস্থান তুলে ধরে বলেন, হিযবুত তাহ্রীর একটি নিষিদ্ধ সংগঠন এবং সে অবস্থানেই আছে।
হিজবুত তাহরীরের আরো একটা নাম আছে-‘উলাই’য়াহ’।
এদিকে গতকাল পুলিশ প্রধান গতকাল হিজবুত তাহরীর ছাড়া অন্যান্য জঙ্গিদের ব্যাপারে বলেন, যেসব জঙ্গি জামিনে রয়েছে তারা নজরদারিতে থাকবে। তারা আবার জঙ্গিবাদে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আসন্ন দুর্গাপূজা উৎসবের মধ্য দিয়েই পালিত হবে বলে জানান। দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কোনো ঘটনা যাতে না ঘটে সেই ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বলেন।
গতকাল শনিবার বিকেলে দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব দিক নির্দেশনার কথা জানান।
Discussion about this post