চট্টগ্রাম, ২৮ সেপ্টেম্বর, ২০২৪:
ইউএসএআইডি এবং সেভরন -এর সহযোগিতায় সাউথ ইস্ট এশিয়া ওয়ান হেলথ ইউনিভার্সিটি নেটওয়ার্ক (SEAOHUN) কর্তৃক আয়োজিত “বন্যপ্রাণী সংরক্ষণ, জুনোটিক রোগ প্রতিরোধ এবং ওয়ান হেলথ” বিষয়ের উপর একটি আন্তর্জাতিক ভিডিও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ‘Acyclovir’ টিম। প্রতিযোগিতায় ৮ টি দেশের (ইন্দোনেশিয়া, মালেশিয়া, থাইল্যান্ড, লাওস পিডিআর, কম্বোডিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন এবং বাংলাদেশ) মোট ৪৭ টি দল অংশগ্রহণ করে। প্রথম পর্যায়ে প্রতিটি দেশ থেকে ১ টি করে টিম বিজয়ী হয়। বিজয়ী দলগুলোর মধ্যে পরবর্তীতে অনলাইন ভোট আয়োজন করা হয়। সেখানেও বাংলাদেশের Acyclovir টিম প্রথম স্থান লাভ করে। Acyclovir টিমের দলনেতা ছিলেন সিভাসুর ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৪তম ব্যাচের মোঃ শফিকুজ্জামান ফয়সাল। এছাড়াও টিমের অন্য সদস্যরা হলেন- মৎস্যবিজ্ঞান অনুষদের ৭ম ব্যাচের শিক্ষার্থী ইতু দত্ত, খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফাহমিদা আফরিন ফারিহা এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২৪তম ব্যাচের আরেক শিক্ষার্থী নির্ভীক পোদ্দার আবির। টিমের মেন্টর হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডেইরি ও পোল্ট্রি সায়েন্স বিভাগের সহযোগি অধ্যাপক ড. মোঃ সাইফুল বারী। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে পুরো টিম মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য “SEAOHUN Regional Students Summit 2024”-এ যোগদানের সুযোগ পেয়েছে। এই কৃতিত্বের জন্য বিজয়ী দলকে সিভাসুর পরিচালক (ছাত্রকল্যাণ) এর পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। বিজ্ঞপ্তি
Discussion about this post