চট্টগ্রাম, ১৭ নভেম্বর, চট্টগ্রাম :
রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ – রিহ্যাব চট্টগ্রাম অঞ্চলের চারদিন ব্যাপি মেলার উদ্বোধনী অনুষ্ঠান আজ দুপুরে রেডিসন ব্লু হোটেলের মোহনা সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রি নসরুল হামিদ এমপি।
তিনি বলেন,চট্টগ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দুই-আড়াই বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দেড় বছরের মধ্যে তা বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে চট্টগ্রাম হবে দেশের প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী নগরী। এসময় পরিকল্পিত শিল্প এলাকা ছাড়া বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ না দিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। তিনি পরিকল্পিত চট্টগ্রাম নগর গড়ার জন্য আবাসন ব্যবসায়িদের সহযোগিতা কামনা করেন।
রিহ্যাবের সভাপতি আলমগীর সামসুল আল আমিনের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রিহ্যাব এর কর্মকর্তা কামাল মাহমুদ, প্রকৌশলী সোহেল রানা,ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, প্রকৌশলী শেখ নিজাম উদ্দিন সহ পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে প্রতিবন্ধী নারীকে বিশেষ উপহার প্রদান করা হয়।
‘স্বপ্নীল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’ স্লোগানে নগরের হোটেল রেডিসন ব্লু’তে আজথেকে শুরু হওয়া চার দিনব্যাপী রিহ্যাব চট্টগ্রাম ফেয়ার-২০২১ এ বিভিন্ন প্রতিষ্ঠানের ৭১টি স্টল স্থান পেয়েছে।