চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর, ২০২৪:
নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় চট্টগ্রাম বন্দরের এক্স ওয়াই শেড এলাকা এবং বন্দর কার শেড পরিদর্শন করেছেন। সকালে তিনি প্রথমে পরিদর্শন করেন এক্স ওয়াই শেড। এরপর যান কার শেড পরিদর্শনে।
পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত কয়েকমাসে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম বেড়েছে। বন্দরের কার্যক্রম আরো গতিশীল করতে চাচ্ছি আমরা। এজন্য ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেড খালি করার জন্য এনবিআরকে অনুরোধ করেছি। যেখানে ৩১ জানুয়ারির মধ্যে কার শেডের গাড়ি নিলাম সম্পন্ন করা হবে। ২৮ ফেব্রুয়ারির মধ্যে স্ক্র্যাপ সরানোর কথা জানান তিনি। একই সাথে এক্সওয়াই শেড বন্দরের আয়ত্বে নিয়ে আসবে বলে জানান। তিনি বলেন,চট্টগ্রাম বন্দরকে স্মার্ট বন্দরে রূপ দিতে না পারলে আমাদের বিশ্বব্যাপি অর্থনৈতিক কার্যক্রম স্লো হয়ে যাবে। এক্সপোর্টইমপোর্ট যাতে সময়মত করা যায় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিদর্শনে তিনি বন্দর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এসময় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এডমিরাল এস এম মনিরুজ্জামান, বন্দরের বোর্ড সদস্য কমোডার এম ফজলার রহমান, কমোডর কাওসার রশীদ সহ বন্দর ও কাস্টমসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এরপর নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সাথে আজ দুপুরে এক মতবিনিময় সভা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বন্দরের অব্যবস্থাপনা এখনো যায়নি। যারা বন্দরের জায়গা দখল করেছে তাদের সরিয়ে বন্দরের স্পেস বাড়াতে হবে। এতে চট্টগ্রাম বন্দর আরো গতিশীল হবে।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ও মহানগর পুলিশের প্রতিনিধি, চট্টগ্রাম বন্দরের বোর্ড সদস্য কমোডার এম ফজলার রহমান, কমোডর কাওসার রশীদ, সহ বন্দর ও কাস্টমস সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।