চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর, ২০২৪:
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে জন প্রশাসন সংস্কার কমিশনের সাথে চট্টগ্রাম জেলার সরকারি কর্মকর্তাগণের এক মত বিনিময় সভা আজ বিকাল চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজন করা হয়। এতে জন প্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আইয়ুব মিয়া, মো. হাফিজুর রহমান ভূঁইয়া, এ কে এ ফিরোজ আহমেদ।
এছাড়া চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সহ চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের কর্মকর্তা, জেলা পরিষদ, স্থানীয় সরকারের কর্মকর্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য, জনস্বাস্থ্য, গণপূর্ত, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ ও উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যগণ বলেন, নাগরিক এবং জনপ্রশাসনের মধ্যে যে অদৃশ্য দেয়াল সেটা অপসারণ করে সরকারি কর্মকর্তা কর্মচারিরা কিভাবে জনগণের সাথে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারে সেটাই সংস্কারের অন্যতম লক্ষ্য। জনপ্রশাসনের ঔপনিবেশিক মানসিকতা থেকে বের হয়ে জনগণের সঙ্গে একাত্ম হতে হবে। সংস্কার কমিশনের লক্ষ্য হচ্ছে জনমুখী প্রশাসন গড়ে তোলা। এজন্য সচিবালয় থেকে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পরামর্শ, মতামত প্রয়োজন। একই সাথে সরকারি কর্মকর্তাকর্মচারিদের মধ্যে গত ১৮ বছর রাজনৈতিক নিরপেক্ষতা ছিল না। এতে নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্রকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দলমতের উর্ধ্বে উঠে নিরপেক্ষ ও নির্মোহভাবে জনপ্রশাসনকে নাগরিক সেবা নিশ্চিত করতে হবে। সেটা কিভাবে করা যায়। সেক্ষেত্রে সবার মতামত ও পরামর্শের পাশাপাশি আপনাদের পরামর্শ গুরুত্বপূর্ণ।
এছাড়া তিনি জনপ্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা নিয়ে বলেন, একসময় সিএসপি অফিসারদের দক্ষতা ছিল গল্প করার মত। কিন্তু এখন সেটা নেমে গেল কেন?
সভায় উপস্থিত জনপ্রশাসনের কর্মকর্তাবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
Discussion about this post